ভারতের ফিল্ডিং কোচ হতে চান জন্টি রোডস!

| Jul 25, 2019, 09:51 AM IST
1/4

1

ভারতের ফিল্ডিং কোচ হতে চেয়ে আবেদন করলেন জন্টি রোডস।

2/4

2

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন।

3/4

3

আন্তর্জাতিক স্তরে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন না করলেও আইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে জন্টি রোডসের।

4/4

4

মুম্বইয়ের হয়ে কাজ করার জন্য ভারতীয় ক্রিকেট সম্পর্কে ওয়াকিবহাল জন্টি। রোডসের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের এক শীর্ষকর্তা।