Vande Bharat: হাওড়ার পর এবার শিয়ালদহ থেকে বন্দে ভারত, কবে থেকে চালু?
Jan 15, 2025, 09:40 AM IST
1/5
শিয়ালদহ বন্দে ভারত
হাওড়ার পর এবার শিয়ালদহ থেকে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। বাংলা থেকে যতগুলি বন্দে ভারত চলে তার অধিকাংশই চলে হাওড়া থেকে। এবার তা চলতে পারে শিয়ালদহ থেকে।
2/5
আধুনিক ডিপো
কাশীপুরে তৈরি হচ্ছে একটি আধুনিক ডিপো। এর জন্য খরচ হচ্ছে আড়াইশো কোটি টাকা। এখানে ট্রেন রক্ষণাবেক্ষণের কাজ হবে।
photos
TRENDING NOW
3/5
রেল টার্মিনাস
রেল সূত্রে খবর রেলের ওই টার্মিনাস তৈরি হয়ে গেলে শিয়ালদহ থেকে চালু হতে পারে বন্দে ভারত। এমনই চিন্তভাবনা শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন এক রেলকর্তা।
4/5
পূর্ব রেল
কতদিন সময় লাগবে বন্দে ভারত চালাতে? পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর সূত্রে সংবাদমাধ্যমের খবর, হাওড়া থেকে কবচ যুক্ত ইএমইউ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।
5/5
আর তিন মাস!
পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকলে তিন মাস পর বন্দে ভারতের একটা আশা করা যেতে পারে।