EXPLAINED | Puri Jagannath Temple: নতুন নিয়মেই জগন্নাথ 'দর্শন'! পয়লা থেকেই পুরী মন্দিরে বদলাচ্ছে... যাওয়ার আগে জেনে নিন

Jagannath Temple New Darshan System: এবার বিগ্রহের আরও কাছে আসবেন দর্শনার্থীরা! জানিয়ে দিল ওড়িশা সরকার

Dec 23, 2024, 15:32 PM IST
1/5

নতুন নিয়মে এবার মহাপ্রভু জগন্নাথ 'দর্শন'

Jagannath Temple New Darshan System

নতুন বছরের প্রথম দিনেই বদলে যাচ্ছে মহাপ্রভু জগন্নাথ 'দর্শন'-এর নিয়ম। ভক্তদের জন্য় দেবদর্শনের বিরাট ঘোষণা ওড়িশা সরকারের। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে মন্দিরে লাগু হচ্ছে নতুন নিয়ম। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন মিডিয়াকে জানালেন এবার কোন নীল নকশায় বিগ্রহের আরও কাছে পৌঁছে যাবেন দর্শনার্থীরা!  

2/5

জগন্নাথ মন্দিরের নতুন নকশা

Sri Jagannath Temple Renovation

পুরীর নাটমণ্ডপে তৈরি হতে চলেছে বিশেষ র‍্যাম্প। যার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর দিন এবার শেষ হতে চলেছে। মন্দিরের বিদ্যমান দুই দ্বার-সিংহদ্বার ও সতাপাহাচা দিয়ে দর্শনার্থীদের মন্দিরে ঢোকানো হবে, কাঠের ব্যরিকেড দিয়ে ৬টি আলাদা লাইন করে। পুজো দিয়ে তাঁরা বেরিয়ে আসবেন দু'টি ভিন্ন দ্বার ঘণ্টি এবং গরাদা দিয়ে।     

3/5

পৃথ্বীরাজ হরিচন্দন বললেন...

Prithiviraj Harichandan On Special Arrangments

পৃথ্বীরাজ হরিচন্দন বলছেন, 'দেখুন বিশেষ র‍্যাম্প তৈরির ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২৭ বা ২৮ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ হয়ে যাবে। ৩০ ও ৩১ ডিসেম্বর দু' দিন পরীক্ষামূলকভাবে নতুন পদ্ধতি চালু করা হবে।'  

4/5

অরবিন্দ পাড়হীর কাঁধেই দায়িত্ব

Arabinda Padhee On Jagannath Temple Renovation

জগন্নাথ মন্দির প্রশাসনের (এসজেটিএ) প্রধান প্রশাসক অরবিন্দ পাড়হী পুরো বিষয়টির দেখভাল করছেন। ওড়িশা ব্রিজ অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেডের কাঁধে রয়েছে বিশেষ র‍্যাম্প নির্মাণের দায়িত্ব। এখনও পর্যন্ত কাজ তৃপ্তিদায়ক বলেই মনে করছেন অরবিন্দ পাড়হী।  

5/5

চলছে রত্নভাণ্ডারেরও কাজ

Jagannath Temple Renovation

দেখতে গেলে একাধিক কাজ চলছে পুরী মন্দিরে। বিশেষ র‍্যাম্প তৈরির সঙ্গেই রত্নভাণ্ডারের কাজও চলছে। আগামী তিন মাসের মধ্যে রত্নভাণ্ডারের কাজ শেষ হয়ে যাবে বলেই জানিয়ে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দু'টি কাজই চলছে সমান তালে।