এবার বিজেপির সভায় যাদবপুরের পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ। জানা গিয়েছে এদিন মারধর করা হয় তরুণীর সঙ্গে থাকা যুবককেও। ছবি: অর্ণবাংশু নিয়োগী
2/5
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে যাদবপুরের বিক্রমগড়ে। ছাত্রীর অভিযোগ, বিজেপির সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে কটুক্তি করা হচ্ছিল। ছবি: অর্ণবাংশু নিয়োগী
photos
TRENDING NOW
3/5
তারই প্রতিবাদ জানিয়ে পাল্টা CAA নিয়ে সরব হন তিনি। অভিযোগ, এরপরই তাদের ওপর চড়াও হন বিজেপি কর্মীরা। ছবি: অর্ণবাংশু নিয়োগী
4/5
আক্রান্ত যুবককে বাঁচাতে গেলে তরুণীকেও মারধর করা হয়। যাদবপুর থানায় অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। তবে বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি। ছবি: অর্ণবাংশু নিয়োগী
5/5
পাশাপাশি অভিযোগ, রাজারহাটে তৃণমূলের হাতে আক্রান্ত কমরেড শুভজিত ও কমরেড দীধিতি। তার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিলে পা মেলায় অন্যান্য পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় থেকে মিছিল যায় বিক্রমগড় বাজার পর্যন্ত। ছবি: অর্ণবাংশু নিয়োগী