No Trousers Day: নিম্নাঙ্গে কিছু নেই! শয়ে শয়ে ছেলেমেয়ে হাঁড়কাঁপানো শীতে দাঁড়িয়ে, হচ্ছে টা কী?

Winter events in London: একী কাণ্ড! শহরজুড়ে সকলেই ঘুরছে প্যান্ট ছাড়া। তার মধ্যে বাদ নেই মহিলারাও।

Jan 15, 2025, 16:54 PM IST
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনটির নাম ‘নো ট্রাউজার্স ডে’। এই ইভেন্টটি ২০০২ সালে শুরু হয়েছিল নিউ ইয়র্কে। তারপর সেটি ছড়িয়ে পড়ে বিশ্বের নানান দিকে। যেমন- বার্লিন, প্রাগ, ওয়াশিংটন ইত্যাদি।

2/8

প্রতি বছরই এই দিনটি উদযাপন করে  দ্য স্টিফ আপার লিপ সোসাইটি নামে একটি সংস্থা। নিয়ম— প্যান্ট ছাড়াই উঠতে হবে ট্রেনে। এমনকি স্টেশনে নেমেও প্যান্ট পরা যাবে না।

3/8

লন্ডনে শয়ে শয়ে মানুষ 'নো ট্রাউজার্স টিউব রাইড'-এ অংশ নিতে গত রবিবার বেরিয়ে পড়েন। হাঁড়কাঁপানো ঠান্ডাকে উদযাপন করার জন্য এই দিনটি পালন করা হয়।  

4/8

এদিন সকলেই নিয়মিত শীতের পোশাক পরেন। মাথায় টুপি, গায়ে মোটা জ্যাকেট কিন্তু নেই শুধু নীচের পোশাকটি। শুধুমাত্র লোয়ার গার্মেন্টসই দেখা গিয়েছে।

5/8

লন্ডনের অংশগ্রহণকারীরা পিকাডিলি সার্কাস আন্ডারগ্রাউন্ড স্টেশনে যাওয়ার আগে চায়নাটাউনে জড়ো হয়েছিল।

6/8

এই ইভেন্টটি নিউ ইয়র্কের কমেডিয়ান চার্লি টডের তৈরি। টড জানিয়েছিলেন, এই অনুষ্ঠানের লক্ষ্য হল হল অন্য লোকেদের আনন্দ দেওয়া, লোকেদের হাসি দেওয়া। এটা উস্কানিমূলক নয়, কাউকে বিরক্ত করার জন্য নয়। আশা করি, এর চেতনা অব্যাহত থাকবে।

7/8

এই ইভেন্টটি লন্ডনে প্রথম ২০০৯ সালে চালু হয়েছিল। তারপর এখনও পর্যন্ত এটি পালন করা হয়।  

8/8

এই ইভেন্টের আয়োজক সংস্থা জানিয়েছে, নিত্যদিনের এক ঘেঁয়ে জীবনে দৃশ্যগত একটি ধাক্কা দেওয়াই এই দিনটির লক্ষ্য। তবে নেহাৎই মজার ছলে। কোনও অভব্যতা বা অশ্লীলতা এই উদ্‌যাপনের উদ্দেশ্য নয়।