Gautam Gambhir | Indian Cricket Team: বুমরা বা পন্থ কেউ নন! ক্যাপ্টেনের দৌড়ে এগিয়ে গম্ভীরের পছন্দের এই তরুণ তুর্কি...

Gautam Gambhir | Indian Cricket Team: কে হবে ভারতীয় ক্রিকেট দলের নতুন ক্যাপ্টেন? রোহিত জানিয়েছেন কিছু মাস তারপর ছেড়ে দেবেন অধিনায়ক পদ! তাহলে তারপর কে? গম্ভীর চাইছেন কাকে? জল্পনা তুঙ্গে।

Jan 15, 2025, 13:26 PM IST
1/6

রোহিত শর্মা

রোহিত শর্মা (Rohit Sharma) প্রথমেই জানিয়েছেন তিনি হয়ত চ্যাম্পিয়ান ট্রফি পর্যন্তই থাকবেন অধিনায়ক হিসেবে। কিন্তু এরপর কী হবে?   

2/6

জসপ্রীত বুমরা

এরই মাঝে বোর্ডের একাংশ চাইছে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ক্যাপ্টেন হিসেবে দেখতে। কিন্তু দলের অন্দরেই বুমরাকে ক্যাপ্টেনশিপ দেওয়া  নিয়ে তৈরি হয়েছে জল্পনা। 

3/6

গৌতম গম্ভীর

বর্ডার-গাভাসকর ট্রফিতে শোচনীয় ফলাফলের পর। শনিবার ছিল রিভিই মিটিং। সেখানেই উপস্থিত ছিলেন চিফ সিলেক্টর অজিত আগরকর, বোর্ডের শীর্ষকর্তারা। ছিলেন গৌতম গম্ভীরও (Gautam Gambhir)।

4/6

নতুন অধিনায়ক

সেখানে রোহিত জানিয়ে দিয়েছিলেন নতুন অধিনায়ক যেন খুঁজে নেওয়া হয়। কারণ তিনি আর কিছু মাসই রয়েছেন। 

5/6

যশস্বী জয়সওয়াল

কিন্তু গৌতম গম্ভীর ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)।  

6/6

বর্ডার-গাভাসকর ট্রফি

রিপোর্টের মতে, গম্ভীর খুশি যশস্বীর চলতি ফর্ম নিয়ে। এমনকি বর্ডার-গাভাসকর ট্রফিতে  ভালো ব্যাটিং করেছিলেন যশস্বী। শেষ পর্যন্ত কী হবে, তা বলবে সময়।