Gaganyaan: ২০২৪-এই মহাকাশে মানুষ পাঠাবে ভারত! গগনযানের ছবি প্রকাশ করল ISRO

Oct 07, 2023, 16:51 PM IST
1/7

ইসরোর পরবর্তী লক্ষ্য

ISRO Gaganyaan Fisrt Pic

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাঁদ, সূর্যের পর এবার আরও এক সাফল্য ছোঁয়ার অপেক্ষায় ইসরো।

2/7

গগনযানের প্রথম ছবি

ISRO Gaganyaan Fisrt Pic

এদিন ইসরো টুইটারে প্রকাশ করল গগনযানের প্রথম ছবি।

3/7

গগনযানের প্রথম ছবি

ISRO Gaganyaan Fisrt Pic

২০২৪ সালে মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। আর সেই মানুষ নিয়ে যাবে ইসরোর গগনযান।

4/7

গগনযানের প্রথম ছবি

ISRO Gaganyaan Fisrt Pic

২ থেকে ৩ জন মানুষকে মহাকাশে নিয়ে যেতে পারবে গগনযান। আবার পৃথিবীতে ফিরিয়েও আনবে।

5/7

গগনযানের প্রথম ছবি

ISRO Gaganyaan Fisrt Pic

টুইট করে ইসরো জানিয়েছে, গগনযান মিশনের জন্য মনুষ্যবিহীন ফ্লাইট পরীক্ষা শুরু করবে ইসরো।

6/7

চন্দ্রযান-৩

ISRO Gaganyaan Fisrt Pic

উল্লেখ্য, ইতিমধ্যেই সফল হয়েছে ইসরোর চন্দ্রযান-৩ মিশন। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার রোভার নামিয়েছে ভারত।

7/7

আদিত্য এল-১

ISRO Gaganyaan Fisrt Pic

তারপরই সূর্যের উদ্দেশে সফলভাবে পাড়ি দিয়েছে আদিত্য এল-১।