বাংলাতে থেকে কি লোকসভা ভোটে দাঁড়াবেন মহম্মদ আজহারউদ্দিন? এনিয়ে ভাবনাচিন্তা করার আশ্বাস দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
2/5
বাংলায় আজহার?
২০০৯ সালে কংগ্রেসের টিকিটে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে জিতে সাংসদ হয়েছিলেন মহম্মদ আজহারউদ্দিন। তবে ২০১৮ সালে রাজস্থানের টঙ্ক-সয়াইয়ে হেরে যান।
photos
TRENDING NOW
3/5
বাংলায় আজহার?
২০১৯ সালে লোকসভা ভোটে ফের প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন আজহারউদ্দিন। তবে কেন্দ্র নির্বাচন ছেড়েছেন দলের উপরেই।
4/5
বাংলায় আজহার?
শনিবার কালনার পূর্ব সাতগাছিয়া সংহতি ক্লাবের অনুষ্ঠানে এসে আজহার বলেন, বাংলা থেকে দাঁড়ানোর বহু প্রস্তাব এসেছে। আপনাদের সমর্থন থাকলে নিশ্চিত ভাবব। প্রাক্তন ভারত অধিনায়কের এই মন্তব্যকে অনেকেই বাংলায় লড়াই করার ইঙ্গিত বলে মনে করছেন।
5/5
বাংলায় আজহার?
কংগ্রেস সূত্রে খবর, নিরাপদ আসনে লড়াই করতে চাইছেন আজহারউদ্দিন। তেলেঙ্গানার সেকেন্দ্রবাদ আসনটি তাঁর পছন্দ। তবে বাংলায় সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে আজহার কঠিন লড়াই দিতে পারেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের।