তনুশ্রী দত্তর বোন, অভিনেত্রী ঈশিতা দত্ত কি মা হতে চলেছেন? জল্পনা তুঙ্গে...

Nov 06, 2020, 21:25 PM IST
1/6

৪ নভেম্বর আরও সব অভিনেত্রীর মতোই স্বামী বৎসল শেঠের জন্য করওয়া চৌথের ব্রত রেখেছিলেন অভিনেত্রী ঈশিতা দত্ত।   

2/6

একে অপরের সঙ্গে করওয়া চৌথের ছবি শেয়ার করে সকলকে শুভেচ্ছা জানান ঈশিতা ও বৎসল শেঠ।

3/6

ঈশিতা দত্ত ও বৎসল শেঠের ছবি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর জল্পনা। 

4/6

নেটিজেনরদের প্রশ্ন অভিনেত্রী ইশিতা দত্ত মা হতে চলেছেন?

5/6

কোনও নেটিজেন আবার লিখেছেন ঈশিতা মা হতে চলেছেন আর সে কারণেই উপবাস রাখেননি। যদিও এবিষয়ে ঈশিতা দত্ত অবশ্য কোনও মন্তব্যই করেননি।

6/6

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৮ নভেম্বর অভিনেতা বৎসল শেঠের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বাঙালি অভিনেত্রী ঈশিতা দত্ত।