বিয়ের কয়েকদিন পরেই ছিল করওয়া চৌথ, কাজলের জন্য শাড়ি ডিজাইন করেন মণীশ মালহোত্রা

Nov 06, 2020, 20:46 PM IST
2/7

কাজল আগরওয়ালের প্রথম করওয়া চৌথের পোশাক ডিজাইন করেছেন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।     ছবি-মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম

3/7

করওয়া চৌথে কাজলের জন্য ডিজাইন করা লাল শাড়ি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মণীশ মালহোত্রা।     ছবি-কাজল আগরওয়ালের ইনস্টাগ্রাম স্টোরি

4/7

তবে শুধু কাজল আগরওয়ালের করওয়া চৌথের লাল শাড়িই নন, মণীশ অভিনেত্রীর বাগদান অনুষ্ঠানের জন্য হলুদ রঙের একটি শাড়িও ডিজাইন করেছিলেন।      ছবি-মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম

5/7

  কাজল আগরওয়ালের পাশাপাশি তাঁর স্বামী ব্যবসায়ী গৌতম কিচলুর জন্য একটি সাদা পাঞ্জাবিও ডিজাইন করেন মণীশ।     

6/7

কাজল, গৌতমের পোশাক ডিজাইন করার পাশাপাশি সঙ্গে ম্যাচিং মাস্কও দিয়েছেন মণীশ মালহোত্রা।   ছবি-মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম

7/7

কাজল ও গৌতমের জন্য পোশাক ডিজাইন করার কথা মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম পোস্ট থেকেই জানা যাচ্ছে।   ছবি-মণীশ মালহোত্রা ইনস্টাগ্রাম