IPL 2022: DRS, Super Over থেকে ক্যাচ, একাধিক নতুন নিয়মে ক্রোড়পতি লিগ
একাধিক নতুন নিয়মে পঞ্চদশ আইপিএল।
নিজস্ব প্রতিবেদন: ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল (IPL 2022)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Kinght Riders)। এ বারের ক্রোড়পতি লিগে বেশ কিছু নতুন নিয়মের সংযোজন হয়েছে। কোন কোন নিয়মের হয়েছে বদল, জেনে নিন।
1/7
প্রতিটি দলের বাড়তি সুবিধা
2/7
লড়াই কঠিন হবে
photos
TRENDING NOW
3/7
প্রান্ত বদল করে ব্যাটিং
এমসিসি-র প্রস্তাব অনুযায়ী ক্যাচের ক্ষেত্রে ব্যাটারদের প্রান্ত বদলের নিয়মেও বদল আসবে। এ বার থেকে কোনও ব্যাটার ক্যাচ আউট হওয়ার আগে নন-স্ট্রাইকিং প্রান্তে চলে এলে, তাঁর পার্টনার গিয়ে পরবর্তী ডেলিভারি ফেস করবে না। বরং নতুন ব্যাটার এসে ব্যাটিং প্রান্তে দাঁড়াবেন। শুধু মাত্র ওভারের শেষ বলে ক্যাচ আউট হলেই ব্যাটারদের প্রান্ত বদল হবে।
4/7
কড়া বিসিসিআই
কোভিডের কারণে জৈব বলয়ের নিয়মেও এসেছে বদল। সংক্রমণ এড়াতে এ বার বিমানে করে কোথাও যেতে পারবে না দলগুলি। অর্থাৎ লিগ পর্বের খেলা মুম্বই ও পুণেতে হওয়ায় বাসে করেই যাতায়াত করতে হবে সব দলকে। কোনও দল কিংবা ১০ দলের কোন ক্রিকেটার যদি জৈব বলয় ভাঙে, তাহলে সেই দল ও সংশ্লিষ্ট ক্রিকেটারকে নির্বাসিত করতে পারে বিসিসিআই।
5/7
কোভিড বড় বালাই
6/7
টুপিতে স্পনসরের নাম
7/7
খেলায় নতুন নিয়ম
এছাড়া আরও বেশ কিছু নিয়মের পরিবর্তনের কথা আগে থেকেই সকলের জানা। যেমন ১০ দলের আইপিএল। ৫টি করে দলকে দুটি গ্রুপে ভাগ করা। সব দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দু’বার করে খেলবে। অন্য গ্রুপের যে কোনও একটি দলের সঙ্গেও দু’বার খেলবে। অন্য গ্রুপের বাকি যে চারটি দল থাকবে, তাদের সঙ্গে এক বার করে খেলবে। এই নিয়মে খেলা হওয়ার পর পয়েন্টের বিচারে প্রথম চারটি দলই প্লে অফের জন্য কোয়ালিফাই করবে। সেখান থেকে আগের মতই প্রথম দুই দল নিজেদের মধ্যে খেলবে। যে জিতবে সে সরাসরি ফাইনাল। ৩ ও ৪ নম্বর দল এলিমিনেটর খেলবে সেখানকার জয়ী দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের সঙ্গে। তাদর মধ্যে জয়ী দল ফাইনালে পৌছবে।
photos