IPL 2022, KKRvsPBKS : কোন কারণে Punjab Kings-কে উড়িয়ে দিল KKR? ছবিতে দেখে নিন
'টিম গেম' মূল ধন।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এ (IPL 2022) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে হার অতীত। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে পঞ্জাব কিংসকে (Punjab Kings) ছয় উইকেটে হেলায় হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। উমেশ যাদব (Umesh Yadav) ও আন্দ্রে রাসেল (Andre Russel) জয়ে মুখ্য ভূমিকা পালন করলেও, নাইটদের এই জয়ের মূল কারণ হল 'টিম গেম।' ময়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) দলকে হারানোর ছয়টি প্রধান কারণের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
1/6
শ্রেয়সের ক্ষুরধার অধিনায়কত্ব
2/6
আগুনে উমেশ
গত দুই ম্যাচের মতো এ বার পঞ্জাবের বিরুদ্ধেও বল হাতে জ্বলে উঠলেন উমেশ। শুরুতেই নিলেন ময়ঙ্ক আগরওয়ালের উইকেট। শেষ পর্যন্ত বাইশ গজে আগুনে বোলিং করে গেলেন 'বিদর্ভ এক্সপ্রেস'। নিলেন ২৩ রানে ৪। চলতি আইপিএল-এ এটাই উমেশের সেরা পারফরম্যান্স। এখনও পর্যন্ত সর্বাধিক আট উইকেট নিয়ে বেগুনী টুপির অধিকারী টিম ইন্ডিয়ার এই জোরে বোলার।
photos
TRENDING NOW
3/6
'টিম ম্যান' টিম সাউদি
4/6
কামব্যাক ম্যান শিবম মাভি
5/6
ফর্মের তুঙ্গে বরুণ চক্রবর্তী
6/6
আতঙ্কের নাম 'দ্রে রাস'
আরসিবি-র বিরুদ্ধে খারাপ বোলিং করার জন্য প্রবল সমালোচনা হয়েছিল। সঙ্গে ছিল হাল্কা চোট। তবে ব্যাট হাতে বিপক্ষ শিবিরে কতটা আতঙ্ক ছড়াতে পারেন সেটা দেখিয়ে দিলেন আন্দ্রে রাসেল। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কেকেআর। তবে চাপে চুপসে না গিয়ে কাউন্টার আয়তাক শুরু করেন 'দ্রে রাস'। মাত্র ৩১ বল খেলে ৭০ রানে অপরাজিত থাকেন। তাঁর এই বিস্ফোরক ইনিংস ২টি চার ও ৮টি ছয় দিয়ে সাজানো ছিল। ফলে ১৪.৩ ওভারে ৪ উইকেটে ১৪১ রান তুলে ৬ উইকেটে ম্যাচ জিতে যায় কেকেআর।
photos