Petrol Price Rise: ১২ দিনে ১০ বার বাড়ল জ্বালানির দাম, জেনে নিন কত হল আপনার শহরে

Apr 02, 2022, 10:58 AM IST
1/6

কত বাড়ল দাম?

How much did the price increase?

একদিনের বিরতির পরে, শনিবার পেট্রলের দাম আবার বাড়ল ৮৪ পয়সা। ডিজেলের দামও আজ বেড়েছে ৮০।

2/6

কত দাম দিল্লিতে?

what is the price in delhi?

দিল্লিতে পেট্রলের দাম এখন প্রতি লিটারে ১০২.৬১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৯৩.৮৭ টাকা হয়েছে।

3/6

মুম্বইতে কত দাম?

what is the price in mumbai?

মুম্বইতে, প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১৭.৫৭ টাকা এবং ১০১.৭৯ টাকা।

4/6

কত দাম চেন্নাইয়ে

what is the price in chennai?

দাম বৃদ্ধির পরে চেন্নাইতে পেট্রল বিক্রি হবে ১০৮.২১ টাকায় এবং ডিজেল বিক্রি হবে ৯৮.২৮ টাকায়।

5/6

কত দাম কলকাতায়?

What is the price in kolkata?

কলকাতায় পেট্রলের নতুন দাম প্রতি লিটারে ১১২.১৯ টাকা এবং ডিজেলের দাম ৯৭.০২ টাকা। 

6/6

কত দাম নয়ডায়

What is the price in Noida

নয়ডায় পেট্রলের দাম হবে ১০২.৬৭ টাকা এবং ডিজেলের দাম হবে ৯৪.২২ টাকা।