IPL 2022, KKRvsMI: KKR-এর Mumbai বধের সাত কারণ, ছবিতে দেখে নিন

প্যাট কামিন্সের ব্যাটের উপর ভর করে জোড়া জয় পেল কেকেআর।   

| Apr 07, 2022, 17:53 PM IST

নিজস্ব প্রতিবেদন: ১৬১ রান তাড়া করতে গিয়ে একটা সময় কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) স্কোরবোর্ডের অবস্থা ছিল বেশ খারাপ। ১০১ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় ছিল কেকআর (KKR)। হার প্রায় নিশ্চিত ছিল। সেখান থেকে 'একাই একশ' মেজাজে খেলা ঘুরিয়ে দিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। ফলে ২৪ বল বাকি থাকতে ৫ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেল নাইটরা। কলকাতার জয়ের সাতটি কারণের দিকে চোখ রাখা যাক।  

 

1/7

ব্যাট হাতে ভয়ঙ্কর প্যাট কামিন্স

Pat Cummins

একেবারে 'এলেন, দেখলেন, জয় করলেন' মেজাজে ব্যাট করলেন প্যাট কামিন্স। আগুনে বোলিংয়ের জন্য বিখ্যাত হলেও, অস্ট্রেলিয়ার অধিনায়কের হাতে ভাল মার আছে। সেটাই আইপিএল-এর মঞ্চে দেখালেন তিনি। সাত নম্বরে নেমে ১৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে চারটি চার, ছ’টি ছক্কা। তাঁর অবিশ্বাস্য ইনিংসের কাছে হেরে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন। 

2/7

বেছে বেছে টার্গেট করলেন ভেঙ্কি, প্যাট

Venky and Pat

এ বার মুম্বইয়ের বোলিং বেশ দুর্বল। গত তিন ম্যাচে সেটা বারবার প্রকট হয়েছে। জসপ্রীত বুমরা ছাড়া বাকিরা বিপক্ষের উপর চাপ বজায় রাখতে ব্যর্থ। সেটা প্যাট কামিন্স ও ভেঙ্কটেশ আইয়ার জানতেন। তাই মুম্বইয়ের দুই বাঁহাতি জোরে বোলার টাইমাল মিলস ও ড্যানিয়েল সামসকে টার্গেট করলেন। দুই বিদেশির  ছ’ওভারে ৮৮ রান নিয়েছে কেকেআর। এরমধ্যে ১৬তম ওভারে ড্যানিয়েল সামসের বিরুদ্ধেই ৩৫ রান নিয়েছেন প্যাট কামিন্স। ম্যাচ নাইটদের পকেটে চলে এল। 

3/7

ছন্দে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার

Venkatesh Iyer

প্রথম তিন ম্যাচে রান পাননি। ফলে ভেঙ্কটেশ আইয়ারের উপর চাপ বাড়ছিল। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ধরা দিলেন অন্য রূপে। আগ্রাসী ব্যাটিং ছেড়ে ক্রিজের একটা প্রান্ত ধরে রাখলেন। ৪১ বলে তাঁর ব্যাট থেকে এল অপরাজিত ৫০ রান। ফলে নাইটদের মিডল অর্ডার ব্যর্থ হলেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি। 

4/7

তুরুপের তাস অখ্যাত রাসিখ সালাম

Rashik Salam Dar

কোনও উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন ২২ বছরের এই ডানহাতি পেসার। জম্মু ও কাশ্মীরের এই তরুণ ডান হাতি জোরে বোলার উইকেটের দুই দিকেই সুইং করিয়ে নজর কেড়েছেন। 

5/7

ফের আগুনে উমেশ

Umesh

চলতি আইপিএল-এ স্বপ্নের ফর্মে আছেন 'বিদর্ভ এক্সপ্রেস'। গত তিন ম্যাচের মতো এ বার মুম্বইয়ের বিরুদ্ধে শুরুতেই জ্বলে উঠেছিলেন উমেশ। রোহিত শর্মার উইকেট নিয়ে কেকেআর-কে সাফল্য এনে দিলেন। একইসঙ্গে চার ম্যাচে সর্বাধিক নয় উইকেট নিয়ে বেগুনী টুপির মালিক তিনি। 

6/7

রোহিতের চূড়ান্ত অফ ফর্ম

Rohit Sharma

একেবারেই ছন্দে নেই রোহিত। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪১ রানে আউট হন। রাজস্থানের বিরুদ্ধে ৫ বলে ১০ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে রিয়ান পরাগকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর নাইটদের বিরুদ্ধে মাত্র তিন রানে ফিরে যান মুম্বই অধিনায়ক। ফলে এ বার পাঁচবারের চ্যাম্পিয়নদের হারের হ্যাটট্রিক করার এটা অন্যতম বড় কারণ।  

7/7

মুম্বইয়ের দুর্বল বোলিং

Mumbai Indians bowling

আইপিএল-এর ১৫ বছরের ইতিহাসে এটা মুম্বইয়ের সবচেয়ে দুর্বল বোলিং লাইন আপ। জসপ্রীত বুমরা ছাড়া অন্য কেউ প্রভাব ফেলতে পারছেন না। সেই সুযোগ কাজে লাগাচ্ছে বিপক্ষ দলগুলো। প্যাট কামিন্সের ব্যাটিং দেখলে সেটা বেশ বোঝা যায়।