IPL 2022: IPL-এর ইতিহাসে ২০ হ্যাটট্রিকের ফিরে দেখা ইতিহাস
ক্রোড়পতি লিগে হ্যাটট্রিকের ২০টি গল্প।
নিজস্ব প্রতিবেদন: আইপিল (IPL) মানই রেকর্ডের ছড়াছড়ি। বিগত ১৪ বছরের ইতিহাসে অনেক রেকর্ডের সাক্ষী থেকেছে ক্রোড়পতি লিগ। টি-টিয়েন্টি ক্রিকেট নাকি শুধুই ব্যাটারদের খেলা। এখানে নাকি শুধুই চার-ছক্কা হইহই! তবে বোলাররাও পিছিয়ে নেই। গত ১৪ মরশুমে ২০জন বোলার হ্যাটট্রিকের নজির গড়েছেন। তাঁদের মধ্যে ১১জন আবার ভারতীয়। ছবিতে দেখে নিন তাঁদের কীর্তি।
1/20
লক্ষ্মীপতি বালাজি (সিএসকে)
আইপিএল-এর ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করে ছিলেন লক্ষ্মীপতি বালাজি। ২০০৮ সালে। সেই সময় সিএকের হয়ে খেলতেন তিনি। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে পরপর তিনটি উইকেট নিয়েছিলেন বালাজি। শেষ ওভারে জয়ের জন্য কিংস ইলেভেন পঞ্জাবের প্রয়োজন ছিল ২৫ রান। বল করতে এসে বালাজি পরপর ইরফান পাঠান, পীযূষ চাওলা এবং ভিআরভি সিংকে আউট করেন।
2/20
অমিত মিশ্র (দিল্লি ডেয়ার ডেভিলস)
photos
TRENDING NOW
3/20
মাখায়া এনটিনি (সিএসকে)
মাখায়া এনটিনিই প্রথম বিদেশি ক্রিকেটার যিনি আইপিএল-এ হ্যাটট্রিক করেছিলেন। ২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন প্রাক্তন প্রোটিয়াস পেসার। পঞ্চম ওভারের শেষ বলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আউট করেছিলেন তিনি। এরপর ১৭তম ওভারে বল করতে এসে প্রথম দুই বলে দেবব্রত দাস ও ডেভিড হাসিকে আউট করেন তিনি।
4/20
যুবরাজ সিং (কিংস ইলেভেন পঞ্জাব)
5/20
রোহিত শর্মা (ডেকান চার্জার্স)
ব্যাটার হলেও আইপিএল-এ হ্যাটট্রিকের তালিকায় নাম রয়েছে রোহিত শর্মার। ২০০৯ সালে ডেকান চার্জার্সে খেলার সময় রুদ্ধশ্বাস পরিস্থিতিতে এসে এই কৃতিত্ব গড়েছিলেন 'হিট ম্যান'। মুম্বইয়ের ৩০ বলে ৪৫ রানের প্রয়োজন ছিল। রোহিতকে বল করতে পাঠান সেই সময় ডেকান অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। ১৬তম ওভারের শেষ দুই ডেলিভারিতে অভিষেক নায়ার ও হরভজন সিংয়ের উইকেট নেন তিনি। এরপর ১৮তম ওভারের প্রথম বলে গিলক্রিস্টের দুর্দান্ত ক্যাচের সাহায্যে জেপি ডুমিনিকে আউট করেন।
6/20
যুবরাজ সিং (কিংস ইলেভেন পঞ্জাব)
7/20
প্রবীণ কুমার (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
8/20
অমিত মিশ্র (ডেকান চার্জার্স)
9/20
অজিত চান্ডিলা (রাজস্থান রয়্যালস)
10/20
সুনীল নারিন (কেকেআর)
11/20
অমিত মিশ্র (সানরাইজার্স হায়দরাবাদ)
12/20
প্রবীণ তাম্বে (রাজস্থান রয়্যালস)
13/20
শেন ওয়াটসন (রাজস্থান রয়্যালস)
14/20
অক্ষর প্যাটেল (কিংস ইলেভেন পঞ্জাব)
15/20
স্যামুয়েল বদ্রি (আরসিবি)
16/20
অ্যান্ড্রু টাই (গুজরাত লায়ন্স)
17/20
জয়দেব উনাদকাট (রাইসিং পুনে সুপার জায়ান্ট)
18/20
স্যাম কারন (কিংস ইলেভেন পঞ্জাব)
19/20
শ্রেয়স গোপাল (রাজস্থান রয়্যালস)
20/20
হর্ষল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)
photos