IPL 2022: চার-ছক্কার খেলায় মেডেন দেওয়া ১০ বোলার! ছবিতে চিনে নিন
বাইশ গজের যুদ্ধে বোলারদের হুঙ্কার।
সব্যসাচী বাগচী: আইপিএল মানেই চার-ছক্কার খেলা। বাইশ গজের যুদ্ধে ব্যাটারদের রাজত্ব। তবে এই মারকাটারি খেলায় বোলাররাও দেখিয়েছেন দাপট। আইপিএল-এর ইতিহাসে এমন ১০জন বোলার রয়েছেন যাঁরা ম্যাচের মোক্ষম সময় মেডেন ওভার দিয়ে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের ভাগ্য। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পঞ্চদশ ক্রোড়পতি লিগ। এর আগে সেই ১০ 'ম্যাচ উইনার' বোলারকে চিনে নিন।
1/10
প্রবীণ কুমার
2/10
ইরফান পাঠান
photos
TRENDING NOW
3/10
ধবল কুলকার্নি
4/10
লাসিথ মালিঙ্গা
আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা বোলার লাসিথ মালিঙ্গা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার পাশাপাশি সর্বোচ্চ মেডেন ওভারের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ১২২টি ম্যাচে ৮টি মেডেন ওভার করেছেন মালিঙ্গা। তাঁর ইয়র্কার ও স্লোয়ারের জবাব দিতে ব্যর্থ হয়েছেন একাধিক ব্যাটার। ১২২টি আইপিএল ম্যাচে লাসিথ ১৭০টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন জোরে বোলার। ইকোনমি রেট ৭.১৪।
5/10
সন্দীপ শর্মা
6/10
ভুবনেশ্বর কুমার
7/10
ডেল স্টেইন
8/10
অমিত মিশ্র
অমিত মিশ্র আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার। নিজের লেগ স্পিনের ছোঁবলে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের বুঝে নিয়েছেন তিনি। আইপিএল কেরিয়ারে ১৫৪টি ম্যাচে ৬টি মেডেন ওভার করেছেন তিনি। ২০২২ আইপিএল নিলামে অবিক্রিত থেকেছেন অমিত। এখনও পর্যন্ত ১৫৪টি ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন তারকা লেগ স্পিনার। ইকোনমি রেট ৭.৩৫।
9/10
হরভজন সিং
10/10
জসপ্রীত বুমরা
photos