Holi 2022: রঙে রঙে রঙিন টলিউড, দেখুন জিৎ,দেব,শ্রাবন্তী,রাজ-শুভশ্রী থেকে দিতিপ্রিয়া,বনি-কৌশানীর রঙ খেলার ছবি

| Mar 18, 2022, 18:15 PM IST
1/12

রাজ-শুভশ্রী

Raj-Subhashree

নিজস্ব প্রতিবেদনছ সমস্ত উৎসবই ধুমধাম করে সেলিব্রেট করেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবারও তার অন্যথা হল না। 

2/12

ইউভান

Yuvaan-Raj

রঙে মাখা ইউভানের মিষ্টি ছবি ভাইরাল নেটদুনিয়ায়। 

3/12

জিৎ

Jeet

মেয়ের সঙ্গে রঙ খেললেন জিৎ। 

4/12

দেব

Dev

তবে সবার থেকে অন্যপথে হাঁটলেন দেব। দোলের দিন যখন সবাই রঙের ছবি দিচ্ছেন তখন রঙ খেলার পর সাদা কালো ছবি পোস্ট করলেন দেব। 

5/12

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

Srabanti Chatterjee

সকাল থেকে রঙের উৎসবে মেতেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

6/12

দিতিপ্রিয়া

Ditipriya Roy

হলুদ রঙের ধুতি প্যান্ট ও সাদা কুর্তিতে দোলের উৎসবে মেতেছেন দিতিপ্রিয়া রায়

7/12

বনি-কৌশানী

Bonny-Koushani

একসঙ্গে দোল খেললেন বনি কৌশানী। একে অপরকে নানা রঙিয়ে রাঙিয়ে দিল এই জুটি

8/12

মিমি চক্রবর্তী

Mimi Chakraborty

সোশ্যাল মিডিয়ায় আবির মেখে ফ্যানেদের দোলের শুভেচ্ছা জানিয়েছেন মিমি। 

9/12

দেবলীনা-গৌরব-অনিন্দ্য

Gourab-Devlina-Anindya

পর্দায় যতই একে অপরকে হিংসা করুক, বাস্তবে তাঁদের বন্ধুত্ব অটুট। এবার একসঙ্গে শান্তিনিকেতনে দোল খেললেন গৌরব চট্টোপাধ্যায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়, ছিলেন দেবলীনা কুমারও। 

10/12

তনুশ্রী

Tonusree Chakraborty

দোল উৎসব বলে কথা! রঙে রঙে রঙিন হয়ে উঠলেন তনুশ্রী। 

11/12

ঋতাভরী চক্রবর্তী

Ritabhari Chakraborty

আইডিয়াল স্কুল ফর ডিফে সেখানকার ছাত্র ছাত্রীদের সঙ্গে দোল খেললেন ঋতাভরী চক্রবর্তী। 

12/12

পাওলি দাম

Paoli Dam

হলুদ আবিরে পাওলি হয়ে উঠলেন আরও রঙিন।