IPL-এর নয়া টাইটেল স্পনসরেও চিনা যোগ! আপত্তি জানিয়ে বোর্ডকে চিঠি

Aug 19, 2020, 16:38 PM IST
1/5

চিন যেন পিছু ছাড়ছে না আইপিএল স্পনসরশিপে। ভিভোর পর ড্রিম ইলেভেন। আইপিএল-এর নতুন টাইটেল স্পনসরেও চিনা যোগ!

2/5

চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো IPL-এর টাইটেল স্পনসর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পনসর হিসেবে মঙ্গলবারই ড্রিম ইলেভেনের নাম ঘোষণা করে বিসিসিআই।

3/5

ঘুরপথে সেখানেও রয়েছে চিন যোগ। জানা গিয়েছে চিনা সংস্থা টেনসেন্টের ১৪ শতাংশ বিনিয়োগ রয়েছে ড্রিম ইলেভেনে। সেদিক দিয়ে দেখতে গেলে চিনা যোগ পরোক্ষভাবে হলেও থেকে যাচ্ছে আইপিএল-এর সঙ্গে।

4/5

আইপিএল-এর টাইটেল স্পনসরে চিনা যোগ থাকায় আপত্তি জানাল   Confederation of All India Traders (CAIT)। এমনকী বোর্ডের কাছে চিঠি দিয়ে এর তীব্র বিরোধিতা করেছে সর্বভারতীয় ব্যবসায়ী সমিতি সংগঠন।

5/5

চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে। সরকার 'ভোকাল ফর লোকাল' ডাক দিয়েছে। চিনা সংস্থার অংশীদারিত্ব আছে ড্রিম ইলেভেন-এ,  তাই আপত্তি জানিয়ে লাদাখের প্রসঙ্গ তুলে বিসিসিআই-কে চিঠি দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।