IPL 2020: চ্যাম্পিয়ন মুম্বই, রানার্স দিল্লি; কমলা টুপি,বেগুনি টুপি কার? কে কী পুরস্কার জিতলেন, জেনে নিন

Nov 11, 2020, 01:16 AM IST
1/12

চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস: দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ সালের পর ২০২০ সালেও আইপিএল ট্রফি ঘরে তুলল রোহিত শর্মার দল। আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস জিতে নিল কুড়ি কোটি টাকা।

2/12

রানার্স দিল্লি ক্যাপিটালস: প্রথমবার আইপিএল ফাইনালে উঠলেও রানার্স তকমা নিয়ে থাকতে হল দিল্লি ক্যাপিটালসকে। রানার্স হওয়ার সুবাদে ১২.৫ কোটি টাকা জিতল শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস।  

3/12

ফাইনালের সেরা: আইপিএল ফাইনালে ম্যাচের সেরা হলেন মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট। চার ওভারে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি।  

4/12

২০২০ আইপিএলের এমার্জিং ক্রিকেটার: ২০২০ সালে আইপিএলের এমার্জিং ক্রিকেটারের পুরস্কার পেলেন আরসিবি-র দেবদত্ত পাডিক্কল। ১৫ ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। করেছেন ৪৭৩ রান। সর্বোচ্চ ৭৪।  

5/12

ফেয়ার প্লে: ২০২০ সালের আইপিএলে ফেয়ার প্লে ট্রফিও জিতে নিল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস।

6/12

বেগুনি টুপি: এবার পার্পেল ক্যাপ জিতলেন কাগিসো রাবাদা। ৩০ টি উইকেট নিয়েছেন প্রোটিয়া ক্রিকেটারটি। 

7/12

কমলা টুপি:  কমলা টুপি জিতে নিয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের লোকেশ রাহুল। ১৪ ম্যাচ খেলে রাহুল করেছেন ৬৭০ রান।  

8/12

আইপিএলের ভ্যালুয়েবল ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার।  

9/12

টুর্নামেন্টে সেরা গেম চেঞ্জার হলেন পঞ্জাবের কেএল রাহুল।  

10/12

টুর্নামেন্টের সেরা স্ট্রাইকারের পুরস্কার পেলেন মুম্বই ইন্ডিয়ানসের কায়রন পোলার্ড।

11/12

২০২০ সালের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর জন্য পুরস্কার জিতলেন মুম্বইয়ের ঈশান কিশান । এবার আইপিএলে তিনি ৩০টি  ছক্কা মেরেছেন।  

12/12

টুর্নামেন্টে পাওয়ার প্লে-র সেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট।