IPL 2019: দ্রুততম ৪০০০ রান! ওয়ার্নারকে টেক্কা দিলেন 'ইউনিভার্স বস'

| Mar 26, 2019, 12:52 PM IST
1/6

1

সোমবার রাজস্থানের বিরুদ্ধে ৬ রান করতেই আইপিএলে চার হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল৷

2/6

2

এদিন গেইল ৪৭ বলে আটটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৭৯ রান করেন।

3/6

3

আইপিএল-এ ১১২টি ইনিংস খেলে চার হাজার রান করে ডেভিড ওয়ার্নারকে টপকে গেলেন ক্রিস গেইল৷  

4/6

4

আইপিএল-এ ১১৪টি ইনিংস খেলে চার হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার৷

5/6

5

ওয়ার্নারের পর দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল-এ চার হাজার রানের গণ্ডি টপকালেন 'ইউনিভার্স বস'।

6/6

6

আইপিএল-এ নবম ক্রিকেটার হিসেবে এই চার হাজার ক্লাবে নাম তুললেন ক্রিস। এর আগে সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা,শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার এবং এমএস ধোনি আইপিএল-এ চার হাজার রান করেছেন।