Bangladesh: বাংলাদেশের সঙ্গে মাছ ব্যবসা বন্ধ হচ্ছে ভারতের? কত ক্ষতি হবে?

Dec 13, 2024, 23:07 PM IST
1/6

বন্ধ বাংলাদেশের ইলিশ?

অয়ন ঘোষাল: বর্ডার সিলের বাংলাদেশি হুঁশিয়ারি নিয়ে কড়া অবস্থান ভারতের মাছ আমদানি রফতানিকারি সংগঠনের। 

2/6

বন্ধ বাংলাদেশের ইলিশ?

ইন্দো-বাংলা হিলশা এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন সভাপতি অতুল চন্দ্র দাসের সাফ কথা, আর নয়। এবার বন্ধ হোক বাংলাদেশি মাছের আমদানি। 

3/6

বন্ধ বাংলাদেশের ইলিশ?

তিনি বলেন, আমাদের দেশে পর্যাপ্ত মাছ উৎপাদন হয়। অনেক বড় বড় কথা শুনেছি। কিন্তু ওদের মাছ এই দেশে না এলেও কিছু যায় আসে না।

4/6

বন্ধ বাংলাদেশের ইলিশ?

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে ভারতে আসে ইলিশ, পাবদা, পারশে, ট্যাংরা, ভেটকি। দৈনিক ২০ মেট্রিক টন মাছ  আসে বাংলাদেশ থেকে ভারতে। ভারতে রফতানি করে কোটি কোটি টাকা আয় করেন বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা। 

5/6

বন্ধ বাংলাদেশের ইলিশ?

ওদিকে ভারত থেকে বাংলাদেশে যায় রুই, কাতলা, বোয়াল সহ কিছু সামুদ্রিক মাছ। এখন বর্ডার সিল হলে বাংলাদেশের লস। 

6/6

বন্ধ বাংলাদেশের ইলিশ?

বাংলাদেশের বড় অংশের মানুষ মাছ ব্যবসার অর্থনীতির ওপর নির্ভরশীল। বর্ডার সিল হলে আমাদের থেকে ওদের ক্ষতি বেশি। মন্তব্য অতুল চন্দ্র দাসের।