Indian Students Can Get British Degrees: দুয়ারেই এবার অক্সফোর্ড-কেমব্রিজ! হাফদামেই হাতে দুরন্ত ডিগ্রি...

Indian Students Can Get British Degrees: ব্রিটেনের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলি এবার ভারতে আসছে। অচিরেই এ দেশে শাখা-ক্যাম্পাস খুলতে চলেছে তারা।

| Sep 25, 2024, 16:46 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটেনের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলি এবার ভারতে আসছে। অচিরেই এ দেশে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাদের শাখা-ক্যাম্পাস খুলতে চলেছে। ভারতীয় উচ্চশিক্ষায় কি আসছে নতুন যুগ?

1/6

ইন্দোরে-জয়পুরে

প্রাথমিক ভাবে ক্যাম্পাস খুলছে ইন্দোর ও জয়পুরে।

2/6

২৪টি

আসলে এই শুরু। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ২৪টি এবার ভারতেই তাদের ক্যাম্পাস খুলছে।

3/6

নানা শহরে

ইন্দোর জয়পুর ছাড়াও সাগরপারের বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খোলা হবে ভোপাল, পাটনা, কানপুরেও।

4/6

১০-১৫ লক্ষ টাকা!

এতে ভারতীয় পড়ুয়াদের সত্যিই কী লাভ? আর্থিক দিক থেকে বিশাল লাভ। কেননা, সূত্র বলছে, ওদেশে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে ভারতীয় পড়ুয়াদের বছরপ্রতি ২৫-৩০ লক্ষ টাকা করে খরচ পড়ে। সেই জায়গায়, এক্ষেত্রে খরচ পড়বে অনেক কম-- ১০-১৫ লক্ষ টাকা!

5/6

২০২৬ সালেই ১ লক্ষ

ব্রিটিশ ইউনিভার্সিটি অ্যাসোশিয়েশন ২০২৬ সালেই ১ লক্ষ পড়ুয়ার নাম নথিভুক্ত করাতে পারবে বলে আশাবাদী। এর মধ্যে ভারত ছাড়া অন্য দক্ষিণ ভারতীয় দেশের পড়ুয়ারাও আছেন।

6/6

১৫ হাজার পড়ুয়া

এই মুহূর্তে ১৫ হাজার ভারতীয় পড়ুয়া ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন কোর্স করছেন। ক্যাম্পাস খুলে গেলে সংখ্য়াটা বাড়বে।