এক ধাক্কায় কমল মৃতের সংখ্যা, নিরাপত্তায় রেকর্ড গড়ল রেল

Sep 09, 2018, 15:51 PM IST
1/5

S 5

S 5

রেল নিরাপত্তায় গত ৫ বছরে নতুন নজির। গত বছর সেপ্টেম্বর থেকে এবছর অগাস্ট মাস পর্যন্ত মাত্র ৭৫টি দুর্ঘটনা ঘটেছে রেলে। মৃতের সংখ্যা ৪০। ১ বছর রেল দুর্ঘটনা ঘটার নিরীখে গত পাঁচ বছরে এটি একটি রেকর্ড।

2/5

S 4

S 4

গত এক বছরে দুটি বড় দুর্ঘটনা ঘটেছিল। এর মধ্যে একটি হল ২০১৭ সালের অগাস্টে উতকল এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনা। এতে মৃত্যু হয় ২০ জনের। এবছর ২৬ এপ্রিল উত্তরপ্রদেশে একটি দুর্ঘটনায় ট্রেন ধাক্কা মারে একটি স্কুল ভ্যানকে। মৃত্যু হয় ১৩ শিশুর।

3/5

S 3

S 3

২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের অগাস্ট মাস পর্যন্ত রেল দুর্ঘটনার সংখ্যা ছিল ৮০টি। মৃতের সংখ্যা ছিল ২৪৯। এর মধ্যে ছিল ইন্দোর-পটনা এক্সপ্রেসের লাইনচ্যূত হওয়ার ঘটনা।

4/5

S 2

S 2

২০১৩ সালের সেপ্টম্বর থেকে ২০১৪ সালের অগাস্ট পর্যন্ত রেলে দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩৯টি। মৃত্যু হয় ২৭৫ জনের। ২০১৪-২০১৫ সালে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৯৬।

5/5

s 1

s 1

কেন দুর্ঘটনার সংখ্যা কমেছে? রেলের এক আধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছন, আগের থেকে উন্নত ধরনের লাইন, নতুন কোচ, লাইন রক্ষণাবেক্ষণের ফলেই দুর্ঘটনার সংখ্যা কমেছে।