ভারতীয় রেলের নয়া কীর্তি, চার ঘণ্টায় তৈরি হল আন্ডারপাস
Dec 25, 2018, 16:56 PM IST
1/5
নয়া কীর্তি
ঝাড়খণ্ডের বানো রেলস্টেশনের কাছে রাঁচি-রাউরকেল্লা লাইনে একটি লেভেল ক্রসিং থেকে ৪০০ মিটার দূরে আন্ডারপাস তৈরি করল রেল।
2/5
নয়া কীর্তি
এর জন্য সময় লেগেছে মাত্র চার ঘণ্টা। এর জন্য ট্রেন পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি।
photos
TRENDING NOW
3/5
নয়া কীর্তি
এই কাজের জন্য রেলের তরফে মাটি কাটা, ২৫ মিটার রেললাইন সরানোর কাজ করে। তার পর সাবওয়ের জন্য ১০টি স্ল্যাবকে বসানোও হয়।
4/5
নয়া কীর্তি
মাত্র চার ঘণ্টায় এই কাজ করতে পারা একটা রেকর্ড। কারণ, এর আগে এত কম সময়ে ভারতীয় রেল কখনও এই ধরনের কাজ করেনি। পুরো কাজটিই হয়েছে এডিআরএম অজিত সিং যাদবের নেতৃত্বে।
5/5
নয়া কীর্তি
এর জন্য রেলের তরফে ২০০ জন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল। এছাড়া ব্যবহার করা হয় তিনটি বড় ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতি।