1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
এই ড্রোন আসা মানে ভারতের শত্রুদের ঘুম উড়ে যাওয়া। সব চেয়ে বড় কথা, মানুষ ছাড়াই উড়বে এবং নির্ভুল লক্ষ্যে আঘাত হানবে এই ঘাতক-অস্ত্র। এক একটি ড্রোন প্রায় সতেরোশো কেজি অস্ত্র বহন করতে পারে। আধুনিক জিপিএস এবং রাডার রয়েছে। শুধু শত্রুশিবির ধ্বংস করাই নয়, নিজেদের বাহিনীর অযথা প্রাণহানি ঠেকাতেও সক্ষম হবে নতুন এই অস্ত্র।
6/7
7/7
চিনও ড্রোন তৈরিতে এগিয়ে। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিশ্বে চিন শীর্ষস্থানীয় এক দেশ। ভারতকে চাপে রাখার জন্য পাকিস্তানকে তারা তাদের উদ্ভাবিত আধুনিক ড্রোন সরবরাহও করে। কিন্তু নতুন এই মার্কিন ড্রোন ভারতের হস্তগত হলে ভারতই সুবিধাজনক অবস্থায় থাকবে। কারণ, মার্কিন এই ড্রোন টানা একদিন আকাশে উড়তে পারে। এই বিষয়ে পিছিয়ে রয়েছে চিনা ড্রোনপ্রযুক্তি।
photos