নিজস্ব প্রতিবেদন: করোনার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ দেখে নিয়েছে সকলে। গোটা বিশ্ব-সহ ভারতে যে হাহাকারের ছবি ধরা পড়েছে, তা খুব সহজে ভোলার নয়। এবার নাকি করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave) আসার পালা! অন্তত এমনটাই বলছে IIT কানপুরের নয়া গবেষণা।
2/6
তিন গবেষক
গবেষণাটি করেছেন IIT কানপুরের তিনজন গবেষক। সবরপ্রসাদ রাজেশভাই, শুভ্রশংকর ধর এবং শলভ। কবে আসছে করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave)? সেটাও বের করে ফেলেছেন গবেষকরা।
photos
TRENDING NOW
3/6
করোনার আরও একটি নয়া প্রজাতী?
গবেষকরা বলছেন, আলফা, বিটা, গামা এবং ডেল্টার পর করোনার আরও একটি নয়া প্রজাতী সামনে আসতে পারে। তবে এর ভয়াবহতা নির্ভর করবে টিকার উপর।
4/6
রূপ বদলাতে পারে ওমিক্রন
তিন গবেষকের মন্তব্য, রূপ বদলাতে পারে ওমিক্রন। ওমিক্রন-প্লাস হয়ে সেটা আসতে পারে।
5/6
কবে আসতে পারে চতুর্থ ঢেউ?
IIT কানপুরের তিনজন গবেষকের নয়া গবেষণায় উঠে এসেছে চলতি বছরের জুন মাসে আসতে পারে করোনার চতুর্থ ঢেউ (Covid-19 4th Wave)।
6/6
কত দিন থাকবে চতুর্থ ঢেউ?
২০২২-এর অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। যদিও সেটা কতটা ক্ষতিকর বা ভয়াভব হবে, তা এখনও বলতে পারেননি গবেষকরা।