IND vs NZ: ‍১৩২৫ দিন পর ফিরে ৭! চর্চিত চালেই মাত, সুন্দর-ঘূর্ণিঝড়ে নিখোঁজ নিউ জিল্যান্ড...

Washington Sundar Steals Limelight By Taking 7 Wickets: পুণে টেস্টের প্রথম দিনে শাসন করল ভারত।  ‍১৩২৫ দিন পর ওয়াশিংটনের সুন্দর প্রত্য়াবর্তন হল!  

Oct 24, 2024, 17:28 PM IST
1/5

ভারত-নিউ জিল্যান্ড, দ্বিতীয় টেস্ট

India vs New Zealand, 2nd Test at Pune

ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউ জিল্যান্ড ১-০ এগিয়ে রয়েছে। বেঙ্গালুরুতে  প্রথম টেস্ট ৮ উইকেট জিতেছিল কিউয়িরা। বৃহস্পতিবার অর্থাত্‍ আজ থেকে পুণেতে শুরু ভারত-নিউ জিল্যান্ড দ্বিতীয় টেস্ট।মহরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হয়ে গেল প্রথম দিনের খেলা। শিরোনামে ওয়াশিংটন সুন্দর!  

2/5

ওয়াশিংটন সুন্দর

Washington Sundar

বেঙ্গালুরু টেস্টে হারের পরেই স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে, বাকি দুই টেস্টের জন্য় ডেকে নিয়েছিল টিম ইন্ডিয়া। সুন্দর নিঃসন্দেহে প্রতিভাবান অলরাউন্ডার। একাই বদলে দিতে পারেন খেলার রং। এদনি ভারতের প্রথম একাদশে কুলদীপ যাদবের বদলে ওয়াশিংটনকে দেখে অনেকেই ভুরু কুঁচকেছিলেন। তবে টিম ম্য়ানেজমেন্ট যে কতটা ঠিক ছিল, তা বোঝা গেল দিনের শেষে। নির্বাচকদের আস্থার দাম দিয়ে কিউয়িদের শিরদাঁড়া একাই ভেঙে দিলেন ৫৯ রান দিয়ে ৭ উইকেট তুলে।

3/5

পুণে টেস্টে ভারতের প্রথম একাদশ

India's Playing 11 In Pune

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ ও জসপ্রীত বুমরাকে নিয়ে ভারত পুণে টেস্টের দল বেছে নিয়েছে। তিনটি পরিবর্তন এসেছে। মহম্মদ সিরাজ, কেএল রাহুল ও কুলদীপ যাদবকে বসানো হয়েছে। শুভমন, ওয়াশিংটন ও আকাশ দীপ এসেছেন

4/5

নিউ জিল্যান্ড প্রথম ইনিংস

New Zealand 1st Innings

২০২১ সালে আহমেদাবাদে শেষবার টেস্ট খেলা, ওয়াশিংটন ফের লাল বলের ক্রিকেট খেললেন ১৩২৫ দিন পর! তাঁর ঘূর্ণিঝড়েই নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৫৯ রানে‌!‌ এদিন নিউ জিল্যান্ডের প্রথম তিন উইকেট শিকার করেন অশ্বিন। ১৩৮ রানে তিন উইকেট হারানো দলের কোমর ভেঙে দেন সুন্দর। শেষ সাত উইকেট তুলে নেন তিনি একাই। কিউয়িদের ব্য়াটিং ব্য়র্থতার দিনে উজ্জ্বল ডেভন কনওয়ে (৭৬), রাচিন রবীন্দ্র (৬৫)!

5/5

ভারতের প্রথম ইনিংস

India 1st Innings

২৫৯ রানের জবাবে ভারত ব্য়াট করতে নেমেছে। দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ১৬ রান। যশস্বী জয়সওয়াল (৬) ও শুভমন গিল (১০) আছেন ক্রিজে! ওপেন করতে নেমে রোহিত শর্মা সাউদির বলে বোল্ড হয়ে যান কোনও রান না-করেই। এবার ভারতীয় ব্য়াটারদের কাঁধে দায়িত্ব রানের পাহাড় তৈরি করার।