IND vs NZ: চিন্নাস্বামীতে চিৎপটাং ভারত, ৫ জন ০ রানে আউট, ৯১ বছরের সর্বনিম্ন স্কোরের লজ্জা!
IND vs NZ 1st Test, Day 2 Live Updates: হতশ্রী ভারতের বেঙ্গালুরুতে অসহায় আত্মসমর্পণ! ৪৬ রানে গুটিয়ে গেল বিশ্বের ২ নম্বর টেস্ট দল!
1/5
ভারত-নিউ জিল্যান্ড, প্রথম টেস্ট বেঙ্গালুরু
চিন্নাস্বামীতে চিৎপটাং টিম ইন্ডিয়া! বেঙ্গালুরুতে গত বুধবার ভারত-নিউ জিল্যান্ড, প্রথম টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। আর দ্বিতীয় দিন ভারতকেই ধুয়ে দিল নিউ জিল্যান্ডের পেসাররা। টস জিতে প্রথমে ব্য়াট করতে নেমে ভারত গুটিয়ে গেল মাত্র ৪৬ রানে! হ্য়াঁ, ঠিকই পড়লেন। ঘরের মাঠে এটাই ভারতের সর্বনিম্ন রান!
2/5
ভারত-নিউ জিল্যান্ড, প্রথম টেস্ট বেঙ্গালুরু, দ্বিতীয় দিন
photos
TRENDING NOW
3/5
৫ ব্য়াটার ফিরলেন ০ রানে!
যে দলের স্কোরবোর্ডে ওঠে মাত্র ৪৬ রান, সেই দলের কেউই যে ব্য়াট হাতে দাঁড়াতে পারেনি, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এদিন ৫ ব্য়াটার ফিরলেন ০ রানে। বিরাট কোহলি, সরফরাজ খান (শুভমন গিলের পরিবর্তে দলে ঢোকা), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন সেই তালিকায় রয়েছেন। দলের সবচেয়ে বেশি রান ঋষভ পন্থের (৪৯ বলে ২০), তারপরে থাকবেন যশস্বী জয়সওয়াল (৬৩ বলে ১৩)!
4/5
৯১ বছরে এই প্রথম
5/5
নেটপাড়া ধুয়ে দিল ভারতীয় দলকে
photos