হিমালয়ের আড়াই হাজার ফিট উচ্চতায় দেখা মিলল কিং কোবরার, এই প্রথমবার

Sep 02, 2020, 18:30 PM IST
1/5

হিমালয়ের প্রায় আড়াই হাজার ফিট উচ্চতায় এই প্রথমবার দেখা মিলল কিং কোবরার। এত উঁচুতে সাপের রাজা-র দেখা পাওয়া অস্বাভাবিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

2/5

এত উঁচুতে কিং কোবরার বংশবিস্তার করছে কি না খতিয়ে দেখতে শুরু করেছে উত্তরাখণ্ডের বন বিভাগের একটি দল।  

3/5

বন বিভাগের তরফে দাবি করা হয়েছে, নৈনিতালের মুকতেশ্বরে প্রায় আড়াই হাজার ফিট উচ্চতায় কিং কোবরার দেখা মিলেছে। যা কি না অস্বাভাবিক। 

4/5

কিং কোবরা সাধারণত উষ্ণ আবহাওয়ায় বসবাস করে। আর নৈনিতালের ওই পার্বত্য অঞ্চলে কখনও কখনও তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়। সেথানে কী করে কিং কোবরা বেঁচে রয়েছে তা অবাক করছে বিশেষজ্ঞদের।

5/5

পূর্ব ও পশ্চিমঘাট, উত্তর-পূর্বাঞ্চল, সুন্দরবন ও ওড়িশার কিছু অংশে কিং কোবরার দেখা মেলে। তবে এর আগে কখনও এত উঁচুতে তার দেখা মেলেনি।