IIFA-র সাংবাদিক সম্মেলন, ভাঙা হাত নিয়েই পৌঁছলেন কার্তিক আরিয়ান

Mar 04, 2020, 20:54 PM IST
1/6

২৭ থেকে ২৯ মার্চ ইন্দোরে অনুষ্ঠিত হতে চলেছে IIFA-অ্যাওয়ার্ড। তার আগে বুধবার IIFA-র আয়োজক সংস্থার তরফে সাংবাদিক সম্মেলন করা হল। 

2/6

IIFA-র সাংবাদিক সম্মেলনে পৌঁছেছিলেন দিয়া মির্জা, ক্যাটরিনা কাইফ ও কার্তিক আরিয়ান। 

3/6

সদ্য হাত ভেঙেছে, বুধবারই অস্ত্রপচার করিয়েছেন কার্তিক, তা নিয়েই IIFA-র সাংবাদিক সম্মেলনে পৌঁছোন কার্তিক আরিয়ান। 

4/6

এবছর IIFA-২০২০-র সঞ্চলনার দায়িত্বে থাকছেন কার্তিক সলমন খান, রীতেশ দেশমুখ। 

5/6

আইফার মঞ্চে শোনা যাবে অরিজিৎ সিং, এ আর রহমান, নিকিতা গান্ধী সহ বহু তারকার গান।

6/6

আইফার মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে শাহরুখ খান, করিনা কাপুর খান, কার্তিক আরিয়ান সহ আরও কিছু বলি তারকাদের।