বাংলায় IFA স্বীকৃত ফুটশল টুর্নামেন্ট, খেললেন অনুর্ধ্ব ১৩ মহিলা খেলোয়াড়রা

Mar 25, 2021, 23:46 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: এই প্রথম, কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল বয়সভিত্তিক ফুটশল টুর্নামেন্ট। আয়োজক IFA-র টেকনিক্যাল ডিরেক্টর অপরূপ চক্রবর্তী। প্রতিযোগিতা অংশ নিল লিভারপুর ফুটশল ক্লাবও।

2/6

কলকাতাকে বলা হয় 'ফুটবলের মক্কা'। কিন্তু ফুটশল? এই খেলার সঙ্গে একেবারেই পরিচিত নন সাধারণ ক্রীড়াপ্রেমীরা।

3/6

বাংলায় ফুটশল খেলাটি জনপ্রিয় করতে উদ্যোগ নিল IFA। বলা ভাল,একক উদ্যোগেই কলকাতায় বয়সভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করলেন সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর অপরূপ চক্রবর্তী।

4/6

এই টুর্নামেন্ট খেললেন অনুর্ধ্ব ১৩ মহিলা ফুটশল খেলোয়াড়। প্রত্যেককেই দেওয়া হল সার্টিফিকেটও।

5/6

বাংলায় আয়োজিত এই ফুটশল টুর্নামেন্টে সহযোগিতা করল ইংল্যান্ডে লিভারপুল ফুটশল ক্লাব।

6/6

ফাইনালে সরশুনা ফুটশল অ্যাকাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হল আদিবাসী ফুটশল অ্যাকাডেমি।