Covid রুখতে আসছে ট্যাবলেট, শুরু হল হিউম্যান ট্রায়াল

Mar 25, 2021, 20:23 PM IST
1/5

ভ্য়াকসিনের পর করোনা নিয়ন্ত্রণে আরও একটি পদক্ষেপ। করোনাভাইরাসকে শুরুতেই কাবু করতে একটি ট্যাবলেট তৈরি করেছে মার্কিন ফার্মা জায়ান্ট Pfizer।  

2/5

সংস্থার তরফে জানানো হয়েছে, মানবদেহ এই পিল-টির পরীক্ষা শুরু হয়েছে।

3/5

ফাইজারের বিজ্ঞানী  মিখায়েল ডোলস্টেন সংবাদমাধ্যমে জানিয়েছেন, করোনাভাইরাস রুখতে একদিকে যেমন প্রয়োজন টিকার তেমনি প্রয়োজন আগে থেকে ওষুধের মাধ্যমে একটি বাড়তে না দেওয়া। তাই টিকার পাশাপাশি তৈরি করা হয়েছে ট্যাবলেটও।

4/5

ফাইজারের পিল-এর হিউম্য়ান ট্রায়াল আপাতত শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

5/5

উল্লেখ্য, জার্মান সংস্থা BioNTech এর সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করোনা টিকার Remdesivir-কে অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের Food and Drug Administration।