আয়কর দফতরের হানাদারি;উদ্ধার ৩০০ কোটি, ফাঁপরে একাধিক অভিনেতা

Feb 07, 2020, 12:12 PM IST
1/5

বুধবার বিকেল থেকে আয়কর দফতরের হানাদারিতে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণী সিনেমা জগতে 

2/5

রিপোর্টে প্রকাশ, বুধবার বিকেলে তামিলনাড়ুর একাধিক অভিনেতা, পরিচালক এবং প্রযোজকের বাড়িতে হানাদারি চালায় আয়কর দফতর। হানাদারির পর সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০০ কোটি

3/5

সূত্রের খবর, জনপ্রিয় তামিল অভিনেতা বিজয়ের বাড়িতেও তল্লাসি শুরু করে াআয়কর দফতর এবং সেখান থেকে উদ্ধার করা হয় একের পর এক টাকা ভর্তি ব্যাগ 

4/5

আয়কর দফতরের হানাদারির সময় পরবর্তী সিনেমা মাস্টার-এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন বিজয়। ফলে শ্যুটিং স্পট থেকে বিজয়কে তুলে এনে, তারর তাঁর বাড়িতে তল্লাশি শুরু করেন আয়কর দফতরের আধিকারিকরা 

5/5

বিজয়ের পাশাপাশি প্রযোজক আবু চেজিয়ানের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অর্থ উদ্ধার করা হয় বলে খবর