শতাব্দী প্রাচীন মোহনবাগানের হাত ধরেই দ্বিতীয়বার কলকাতায় এল আই লিগ

Mar 10, 2020, 20:23 PM IST
1/5

কলকাতায় আই লিগ এসেছে মাত্র ২ বার । আর সেটা এসেছে  শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের হাত ধরে । পাঁচ বছরে দ্বিতীয়বার আই লিগ জয় মোহনবাগানের।

2/5

আই লিগ জেতার আগে মোহনবাগান জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ৩ বার-  ১৯৯৭-৯৮, ১৯৯৯-২০০০ এবং ২০০১-০২ সালে।

3/5

সবুজ-মেরুন আই লিগ চ্যাম্পিয়ন হল  ২বার - প্রথমবার চ্যাম্পিয়ন ২০১৪-১৫ সালে (কোচ ছিলেন সঞ্জয় সেন) আর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল ২০১৯-২০ সালে (কোচ কিবু ভিকুনা )

4/5

 এদিনের ম্যাচের সেরা বাবা দিওয়ারার লিগে এখন পর্যন্ত গোল সংখ্যা ১০ টি । সমসংখ্যক গোল করেছেন ফ্রান গঞ্জালেসও ।

5/5

১৬ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সবার ধরাছোঁয়ার বাইরে কিবু ভিকুনার দল। ২০০৯-১০ মরশুমে ডেম্পো চার ম্যাচ বাকি থাকতে আই লিগ জিতেছিল। এবার ডেম্পোকে ছুঁয়ে ফেলল মোহনবাগান।