সাবধান! 'মোকা'র চেয়েও লক্ষ গুণ ভয়ংকর 2023 JD; পৃথিবী ধ্বংস হতে কয়েক সেকেন্ড...
NASA Issues Alert on Asteroid 2023 JD: পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক গ্রহাণু! কত গ্রহাণুই তো মহাশূন্যে ছুটে বেড়ায়, তার কোনওটা-কোনওটা আবার পৃথিবীর ধারকাছ দিয়েও যায়। এ আর নতুন কথা কী! কিন্তু এবারের গ্রহাণুর ছুটে-আসা নিয়ে সতর্কতা জারি করল নাসা! কেন?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছুটে আসছে এক গ্রহাণু। এবারের গ্রহাণুর এই ছুটে-আসা নিয়ে সতর্কতা জারি করল নাসা! কেন? আসলে বিপুল গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণুটি। খবর যা শোনা যাচ্ছে, তা হল, ভয়ংকর গতিশীল এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসার সম্ভাবনা রয়েছে এবারে।
1/6
ঘণ্টায় ৭২০০ কিলোমিটার গতি
2/6
অ্যাস্টেরয়েড ২০২৩ জেডি
photos
TRENDING NOW
3/6
'বিপজ্জনক'
4/6
৪০ লক্ষ কিলোমিটার দূরে!
5/6
হাবভাব সুবিধার নয়
6/6
ধ্বংস হয়ে যাবে পৃথিবী?
photos