Bigg Boss 15: Karan, Jay থেকে Shamita, কোন প্রতিযোগীর পারিশ্রমিক কত?

Oct 05, 2021, 16:09 PM IST
1/16

জয় ভানুশালি

Jay Bhanushali

নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই শুরু হয়েছে বিগ বস সিজন ১৫। এবার বিগ বসের ঘরে রয়েছে নানা চমক। অন্যান্যবারের তুলনায় এবার বিগ বসের ঘরে টিকে যাওয়ার লড়াই অনেক বেশি কষ্টকর। তাই এবারে প্রতিযোগীদের পারিশ্রমিকও আকাশছোঁয়া। ছোটপর্দার জনপ্রিয় মুখ জয় ভানুশালি এবারের অন্যতম সেরা প্রতিযোগী। তাঁর এক সপ্তাহের পারিশ্রমিক ১১ লক্ষ টাকা। 

2/16

তেজস্বী প্রকাশ

Tejasswi Prakash

স্বরাগিনী ধারাবাহিকের জনপ্রিয় মুখ তেজস্বী প্রকাশ এই শোয়ের অন্যতম হায়েস্ট পেড প্রতিযোগী। প্রতি সপ্তাহে তাঁর পারিশ্রমিক ১০ লক্ষ টাকা। 

3/16

বিশাল কোটিয়ান

Vishal Kotian

একাধিক ধারাবাহিকে নজর কেড়েছেন অভিনেতা বিশাল কোটিয়ান। এবার তিনি হাজির বিগ বসের বাড়িতে। তাঁর প্রতি সপ্তাহের পারিশ্রমিক ২ লক্ষ টাকা। 

4/16

বিধি পাণ্ডিয়া

Vidhi Pandya

অভিনেতা বিধি পাণ্ডিয়ার প্রতি সপ্তাহের পারিশ্রমিক ৪ লক্ষ টাকা। 

5/16

সিম্বা নাগপাল

Simba Nagpal

এই সিজনের সবচেয়ে কম পারিশ্রমিক পাচ্ছেন সিম্বা নাগপাল। সপ্তাহ পিছু তাঁর পারিশ্রমিক ১ লক্ষ টাকা। 

6/16

উমর রিয়াজ

Umar Riaz

অসীম রিয়াজের ভাই উমর রিয়াজ এবার বিগ বসের অন্যতম প্রতিযোগী। প্রতি সপ্তাহে তাঁর পারিশ্রমিক ৩ লক্ষ টাকা। 

7/16

ঈশান সেহেগল

Ieshaan Sehgal

ঈশান সেহেগলের প্রতি সপ্তাহের পারিশ্রমিক ২ লক্ষ টাকা। 

8/16

ডোনাল বিস্ত

Donal Bisht

এই সিজনের অন্যতম প্রতিযোগী ডোনাল বিস্তের প্রতি সপ্তাহের পারিশ্রমিক ৪ লক্ষ টাকা। 

9/16

আকাসা সিং

Akasa Singh

মডেল অভিনেতা আকাসা সিং-য়ের সপ্তাহ প্রতি পারিশ্রমিক ৫ লক্ষ টাকা। 

10/16

করণ কুন্দ্রা

Karan Kundra

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা করণ কুন্দ্রার প্রতিদিনের পারিশ্রমিক ১ লক্ষ ২০ হাজার টাকা। প্রতি সপ্তাহে জঙ্গলে টিকে থাকার লড়াইয়ের জন্য তিনি পাবেন ৮ লক্ষ টাকা। 

11/16

আফসানা খান

Afsana Khan

আফসানা খানের প্রতি সপ্তাহের পারিশ্রমিক আকাশছোঁয়া। প্রতি সপ্তাহে তিনি পাবেন ১০ লক্ষ টাকা। 

12/16

সাহিল শ্রফ

Sahil Shroff

সাহিল শ্রফের পারিশ্রমিক প্রতি সপ্তাহে দেড় লক্ষ টাকা। 

13/16

মিশা আইয়ার

Miesha Iyer

মিশা ইয়ারের প্রতিদিনের পারিশ্রমিক ৩০ হাজার টাকা। প্রতি সপ্তাহে মিশার প্রাপ্তি ২ লক্ষ টাকা। 

14/16

শমিতা শেট্টি

Shamita Shetty

বিগ বস ওটিটির হায়েস্ট পেড প্রতিযোগী ছিলেন শমিতা শেট্টি। এই শোয়ে তাঁর প্রতি সপ্তাহের পারিশ্রমিক ৫ লক্ষ টাকা। 

15/16

প্রতীক সেহজপাল

Pratik Sahejpal

বিগ বস ওটিটির গ্র্যান্ড ফিনালেতে মাঝপথেই শো ছাড়েন প্রতীক সেহজপাল। সেখান থেকেই তিনি সরাসরি সুযোগ পান বিগ বসের ঘরে। তিনিই এই সিজনের প্রথম প্রতিযোগী। তাঁর প্রতি সপ্তাহের পারিশ্রমিক ২ লক্ষ টাকা। 

16/16

Nishant Bhatt

নিশান্ত ভাট

বিগ বস ওটিটিতে দ্বিতীয় স্থান পেয়েছিলেন নিশান্ত ভাট। সেখান থেকেই এবার সরাসরি তিনি বিগ বসের মঞ্চে। এই শোয়ে তাঁর প্রতি সপ্তাহের পারিশ্রমিক ২ লক্ষ টাকা।