1/18
দেশব্যাপী উৎসব মকরসংক্রান্তিতে
2/18
অসমে ভোগালি বিহু বা মাঘ বিহু
photos
TRENDING NOW
3/18
সিকিমে মাঘে সংক্রান্তি বা মাঘী সংক্রান্তি
4/18
পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি
5/18
বিহার ও ঝাড়খণ্ডে টিলা সকরত বা খিচড়ি বা দই চুড়া
6/18
ওড়িশায় মাকারা চাউলা
7/18
মকর সংক্রান্তিতে খিচড়ি পরব
8/18
সকরাত ও সুকরাত
9/18
তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে পেদ্দা পান্ডুগা
10/18
তামিলনাড়ুতে পোঙ্গল
সাধারণত সূর্যের কক্ষপথের উপর নির্ভর করে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় 'পোঙ্গল' পালিত হয়। উত্সবটি সূর্যকে উদ্দেশ করে পালিত হয়। পোঙ্গল উত্সবের ৩টি দিনকে যথাক্রমে ভোগী পোঙ্গল, সূর্য পোঙ্গল এবং মাত্তু পোঙ্গল। তামিলদের মধ্যে কেউ কেউ আবার কানুম পোঙ্গল নামে পরিচিত পোঙ্গলের চতুর্থ দিনটিও উদযাপন করে। জনপ্রিয়ভাবে তৈরি করা থালা থেকে এই পোঙ্গল নামটি এসেছে, যার অর্থ "ফুটানো" বা "ওভারফ্লো"।
11/18
কেরালাতে মাকারভিলাক্কু
12/18
কর্ণাটকে সুগ্গি হাব্বা
13/18
গোয়া ও মহারাষ্ট্রে মাঘী সংক্রান্ত বা হলদি কুমকুম
মহারাষ্ট্র এবং গোয়াতে মকর সংক্রান্তি বা মাঘী সংক্রান্ত উপলক্ষে হলদি কুমকুমের সমাবেশ প্রায় অর্ধেক মাস ধরে চলে। বাড়িতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের আমন্ত্রণ জানানো হয়। বিবাহিত মহিলারা সুখী দাম্পত্য জীবনের চিহ্ন হিসাবে একে অপরকে হলদি-কুমকুম প্রয়োগ করে। ঐতিহ্যটি মহারাষ্ট্রে পেশোয়া শাসনের সময়কালের।
14/18
গুজরাটে উত্তরায়ণ
15/18
উত্তরাখণ্ডে ঘুঘুটি বা কালে কাউয়া
16/18
হিমাচল প্রদেশে মাঘ সাজি
17/18
পাঞ্জাবে লোহরি
18/18
কাশ্মীরে শিশু সায়েঙ্করাত
photos