EXPLAINED | WTC Final 2025: যদিও মগডালে ভারত, তবুও লন্ডন বহু দূর! জানুন কোন ৪ শর্তে মিলবে লর্ডসের গেটপাস
Team India Qualification For WTC Final 2025: ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হলে একাধিক শর্তপূরণ করতে হবে...
1/6
ভারত বনাম অস্ট্রেলিয়া
অধিনায়ক রোহিত শর্মা নিয়েছিলেন পিতৃত্বকালীন ছুটি। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে। এবার অ্যাডিলেড দিন-রাতের টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। রোহিতের নেতৃত্বেই খেলবে টিম ইন্ডিয়া। ভারত অ্যাডিলেডে নামার আগে, জেনে নিন কোন ৪ শর্তে ভারত পেতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট! ডব্লিউটিসি তালিকায় ১৫ ম্য়াচে ১১০ পয়েন্ট নিয়ে যদিও ভারত শীর্ষে, তবুও লন্ডন এখনও বহু দূর...
2/6
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াই শুরু
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভারত ছাড়াও ফাইনালে ওঠার দাবিদার দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং শ্রীলঙ্কা। এই ৫ দলের মধ্য়ে ২ দল যাবে ফাইনালে। আগামী বছর ১১-১৫ জুন লর্ডসে শিরোপা নির্ধারণের লড়াই। ক্রিকেট মক্কার গেটপাস হাতে পেতে গেলে রোহিতদের কালঘাম ছুটবে। একথা বলাই যায়। দেখে নিন সব শর্ত।
photos
TRENDING NOW
3/6
ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫-০, ৪-০ বা ৩-০ জেতে
4/6
ভারত যদি ৩-১ জেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
5/6
ভারত যদি ৩-২ জেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-২ জিততে পারলেও ফাইনালের দৌড়ে থাকবে। তবে পরিস্থিতি আরও জটিল হবে। ভারতকে কোয়ালিফাই করার জন্য, শ্রীলঙ্কাকে অবশ্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ন্য়ূনতম একটি টেস্ট জিততে হবে এবং তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তত এক ম্যাচ ড্র করতে হবে। ফলাফলের এই সমন্বয় হলেই ফাইনালে ভারতের জায়গা নিশ্চিত হবে।
6/6
ভারত যদি ২-২ সিরিজ ড্র করে
ভারত ২-২ সিরিজ ড্র করলেও আশা বেঁচে থাকবে। তবে এক্ষেত্রেও বেশ কয়েকটি ফলাফল ভারতের পক্ষেই হতে হবে। ১) দক্ষিণ আফ্রিকাকে অবশ্যই শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ জিততে হবে। ২) শ্রীলঙ্কাকে নিশ্চিত ভাবেই অস্ট্রেলিয়ার ন্য়ূনতম একটি টেস্ট জিততে হবে (তাদের আসন্ন হোম সিরিজে)। ৩) শ্রীলঙ্কা ০-২ মার্জিনে অজিদের বিরুদ্ধে হারতে পারবে না, ভারতের জন্য যোগ্যতা অর্জন সরু সুতোর উপর ঝুলে থাকবে
photos