1/7
2/7
দেখতে গেলে এই দুই বীরই ভারতের প্রথম স্বাধীনতা যোদ্ধা। আর তাঁদের নেতৃত্বে ১৮৫৫ খ্রিস্টাব্দে যে গণঅভ্যুত্থান ঘটেছিল সেটাই ভারতের প্রথম স্বাধীনতার লড়াই। এক পরে ঘটেছিল সিপাহি বিদ্রোহ। ১৮৫৫ খ্রিস্টাব্দে আজকের দিনে, এই ৩০ জুনে প্রায় তিরিশ হাজার সাঁওতাল কৃষক বীরভূমের ভগনডিহি থেকে কলিকাতা অভিমুখে পদযাত্রা করেছিলেন। ভারতের ইতিহাসে এটিই প্রথম গণপদযাত্রা।
photos
TRENDING NOW
3/7
এই গণঅভ্যুত্থানই সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। তবে ১৮৫৫ সালেই যে সাঁওতাল বিদ্রোহের সূচনা তা নয়। আরও ৭৫ বছর আগে ১৭৮০ সালে সাঁওতাল জননেতা তিলকা মুরমু, যিনি তিলকা মাঞ্জহী নামেও পরিচিত, তাঁর নেতৃত্বে শোষকদের বিরুদ্ধে সাঁওতাল গণসংগ্রামের সূচনা হয়েছিল। তিনি সাঁওতাল মুক্তিবাহিনী গঠন করে পাঁচ বছর ধরে ইংরেজ শাষকদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলেন।
4/7
5/7
১৮৫৬ সালের ২৩ ফেব্রুয়ারি ভগনডিহির সন্নিকটে পাঁচকাঠিয়া বটবৃক্ষে ফাঁসির মঞ্চে তোলা হয় কানুকে। ফাঁসির মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন--আমি আবার আসব, আবার সারা দেশে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলব। ইংরেজ সরকার কানুর মৃতদেহ তাঁর আত্মীয়দের হাতে তুলে দেওয়ার সৌজন্যও সেদিন দেখানোর প্রয়োজনীয়তা অনুভব করেনি। আর ভৈরব ও চাঁদ ভাগলপুরের কাছে এক ভয়ংকর যুদ্ধে প্রাণ দেন।
6/7
7/7
photos