Long Drive-র জন্য 'আদর্শ', ডায়ামন্ড কাটিং ডিজাইনে Honda লঞ্চ করল CB500X

Mar 15, 2021, 14:39 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ হল Honda CB500X। এটা ভারতীয় অ্যাডভেঞ্চার প্রেমীদের নজর কাড়তেই নিয়ে আসা হয়েছে এই নতুন মডেলের বাইকটি। 

2/6

এই মুহূর্তে বাজার কাড়তে প্রস্তুত   Honda CB500X। লাল, গান পাওডার কালো রঙে পাওয়া যাবে এই বাইক। দাম করা হয়েছে ৬,৮৭,৩৮৬ টাকা (Ex-showroom)। 

3/6

premium motorcycle-র তালিকায়  ঢুকে পড়ল  Honda-র এই নতুন বাইক। 

4/6

লং ড্রাইভের জন্য Honda CB500X একেবারে যথাযত বলে দাবি করছে সংস্থা। এর মধ্যে রয়েছে full-LED lighting, 181 mm of ground clearance এর সঙ্গে  8-valve, liquid-cooled, 471 cc, parallel-twin cylinder engine।

5/6

৪৭ বিএইচপিতে ৮,৫০০  rpm এবং ৪৩.২ এনএম উৎপন্ন করে ঝড়ের গতিতে ছুটে যাবে   Honda CB500X।  এই বাইকে থাকছে slipper clutch। প্যাটেল স্টাইলে রয়েছে anti-lock braking system। 

6/6

ডায়ামন্ড কাটিং-য়ে তৈরি Honda CB500X।