রেশন তুলতে এবার App-র ব্যবহার, লঞ্চ করল কেন্দ্র

Mar 15, 2021, 13:47 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন:  ভারত সরকার লঞ্চ করল রেশন তোলার অ্যাপ। অ্যাপের নাম Mera Ration App। যার মাধ্যমে রেশন তোলা এখন আরও সহজ। 

2/9

মূলত, পরিযায়ী শ্রমিকদের রেশন তোলা সহজ করতেই এই উদ্যোগ। One Nation One Ration Card-র  প্রকল্পকে দৃঢ় করতে অ্যাপের মাধ্যমে রেশন দেওয়ার জন্য অ্যাপ লঞ্চ করল কেন্দ্র। 

3/9

যাঁরা কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তারা অ্যাপের মাধ্যমে প্রতি মাসে রেশন তুলতে পারবেন। প্রত্যেক মানুষকে ২ কেজি চাল ২ কেজি গম  সহ প্রতি মাসে মোট ৫ কেজি খাবার দেয় ভারত সরকার। ৫.৪ লাখের বেশি রেশন দোকান আছে গোটা দেশ জুড়ে। 

4/9

National Food Security Act এর আওতায় প্রতি কেজিতে ১-৩ টাকা দরে চাল ডাল সরবরাহ করা হয়। ৮১ কোটি মানুষকে খাদ্য সরবরাহ করা হয় রেশন দোকান থেকে। 

5/9

অ্যাপের Key features কোনগুলি? 

6/9

আপনাকে রেশনের নম্বর ও মোবাইল নম্বরকে অ্যাপে রেজিস্টার করলেই কবে কখন কত রেশন পাবেন তা অ্যাপের মাধ্যমেই জানতে পারবেন আপনি।   

7/9

অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন, আপনার বাসস্থানের নিকটে কোথায় কোথায় রেশন দোকান আছে। আধার কার্ড নম্বরও রেজিস্টার করতে হবে অ্যাপে। 

8/9

১৪ টি ভাষায় ব্যবহার করা যাবে এই অ্যাপ। 

9/9