Hina Khan: পোশাক পরানো থেকে সবকিছু, নিজে হাতে করে দেন বয়ফ্রেন্ড! ক্যানসার আক্রান্ত হিনা আচমকাই আবেগী...

Hina Khan's boyfriend: স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত হিনা। সম্প্রতি অভিনেত্রী নেটপাড়ায় আবেগপ্রবণ পোস্ট শেয়ার করে তাঁর প্রেমিক রকি জয়সওয়ালকে নিয়ে।

Jan 26, 2025, 16:17 PM IST
1/17

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের জুন মাসে জানিয়েছিলেন তিনি মারণরোগ ক্যানসারে আক্রান্ত। 

2/17

তবু হার না মানার খাতায় নাম লিখিয়েছেন তিনি। তিনি আর কেউ নয়, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান

3/17

স্টেজ থ্রি স্তন ক্যানসারে আক্রান্ত হিনা। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসিমুখে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন তিনি।

4/17

নিজের জীবনের ওঠা-পড়া সবটাই তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন।

5/17

আবারও তিনি ইনস্টাগ্রামে এক আবেগপ্রবণ পোস্ট শেয়ার করে তাঁর প্রেমিক রকি জয়সওয়ালকে নিয়ে।

6/17

হিনা নেটপাড়ায় একাধিক ছবি পোস্ট করেন এবং একটি লম্বা ক্যাপশন লেখেন। যেখানে তিনি রকিকে তাঁর সঙ্গে এই কঠিন লড়াইয়ে প্রতি মুহূর্তে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।  

7/17

অভিনেত্রী লেখেন, 'আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ। তিনি চুল কামিয়ে ফেলেছিলেন, যখন আমার সেটা করি। এবং তিনি ততদিন নিজের চুল বাড়তে দেয়নি, যতদিন পর্যন্ত আমার চুল গজায়নি। এই মানুষটা সবসময় আমার দেখাশোনা করে এসেছে। বলে এসেছে, আমি আছি।'

8/17

তিনি আরও লেখেন, 'আমাকে ছেড়ে হাজারটা কারণ ছিল। কিন্তু তিনি কখনই যায়নি। নিঃস্বার্থ এই মানুষটা আমার পাশে থেকে এসেছে। আমরা একসঙ্গে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি।'

9/17

হিনা লেখেন, 'আমরা একে অপরের জন্য সারাজীবন আছি। মহামারী চলাকালীন আমরা দুজনেই আমাদের বাবাকে হারিয়েছিলাম এবং একে অপরকে সান্ত্বনা দিয়েছিলাম।'

10/17

'আমার অসুখের খবর সামনে আসার পর একসঙ্গে বসে বহু ডাক্তারের নামের তালিকা তৈরি করি। তিনি সবসময় রিসার্চ করে যেতেন যাতে আমি ঠিক থাকি। যখন আমার কেমো শুরু হয়, তখন তিনি আমার জীবনে আলোর মত ছিলেন। আমার পরিষ্কার করা থেকে শুরু করে জামাকাপড় সবকিছু তিনি নিজে হাতে করেছেন।'

11/17

হিনা আবেগপ্রবণ হয়ে লেখেন, 'এই গোটা জার্নিতে বিশেষ করে গত দুমাসে আমি বুঝেছি রো তুমি আমার জীবনে সেরা পাওয়া। যেভাবে তুমি সবকিছু ঠিক করে এসেছো। তুমি আমাকে শিখিয়েছ কীভাবে নিজেকে ভালোবাসতে হয়। মনের অন্তর থেকে তোমাকে ধন্যবাদ। যদি কোনওদিন তোমাকে আঘাত করে থাকি, তার জন্য ক্ষমা করে দিও।'

12/17

হিনার এই পোস্টে আবেগঘন হয়ে পড়ে তাঁর অনুরাগীরা। অনেকেই রকির প্রশংসা পঞ্চমুখ হয়ে পড়েন।

13/17

একজন লেখেন, 'এটি প্রেমের প্রকৃত সংজ্ঞা'। অন্য একজন লেখেন, 'আমরা তাকে নিয়ে গর্বিত'।

14/17

সম্প্রতি হিনাকে দেখা গিয়েছিল 'গৃহ লক্ষ্মী' ওয়েব সিরিজে। কয়েক মাস আগেই তিনি শ্যুটিং শেষ করেছিলেন।

15/17

হিনা ছাড়াও অভিনয় করছেন চাঙ্কি পাণ্ডে, দিব্যেন্দু ভট্টাচার্য ও রাহুল দেব।

16/17

এই সিরিজে রয়েছে টিকে থাকার লড়াইয়ের কথা। জীবনের লড়াইয়ের সঙ্গে নিজেকে ও তাঁর অনুরাগীদের খুশি রাখার জন্য তিনি তাঁর কাজকে কখনই থেমে যেতে দেননি।   

17/17

তাঁর চিকিত্‍সা এখনও চলছে, চিকিত্‍সা চলাকালিন হতাশ হয়ে পড়লে তিনি সোশ্যাল মিডিয়াতে তাঁর অনুরাগীদের সঙ্গে তা ভাগ করে নেন।