Model Death: কামের চরম তাড়নায় উদ্দাম যৌনতায় ত্রয়ী, বারান্দা থেকে পড়ে মারাই গেলেন লাস্যময়ী মডেল...

Brazilian Model: যৌন সঙ্গমে মত্ত তিনি। এতটাই মগ্ন যে, বারান্দায় ভারসাম্য হারিয়ে তরুণী মডেল সোজা গিয়ে পড়ে নিচে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Jan 26, 2025, 15:30 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৩ বছর মডেলের মর্মান্তিক মৃত্যু। জানা গিয়েছে, OnlyFans মডেল ত্রয়ী যৌন সঙ্গমে মেতে ছিলেন। আচমকাই বারান্দা থেকে তিনি পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

2/5

ঘটনাটি প্রকাশ্য়ে নিয়ে আসে @MyLordBebo বলে এক্স হ্যান্ডেলের এক ইউজার। সেই পোস্টে লেখা, '২৩ বছর বয়সী OnlyFans মডেল যৌনতার সময় বারান্দা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়৷'

3/5

সেখানে আরও জানা যায়, ওই তরুণী ব্রাজিলে এক জনপ্রিয় মডেল। নিজের জনপ্রিয়তা আরও বাড়ানোর জন্য বিভিন্ন পুরুষকে তিনি আমন্ত্রণ জানাতেন।

4/5

জানা গিয়েছে, তরুণী মডেল অ্যাডাল্ট কন্টেন্টের জন্য ব্রাজিল জুড়ে জনপ্রিয়। বারান্দায় তিনজন যৌন সঙ্গমে খুব মগ্ন হয়ে পড়ে। তরুণী তাঁর ভারসাম্য় হারিয়ে বারান্দা থেকে পড়ে মারা যান। এমনকী তিনি একজন একরত্তির মা-ও।   

5/5

তরুণী মডেলের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। একজন লেখেন, 'তিনি যা পছন্দ করতেন, তা করতে করতেই মারা গিয়েছেন'। অন্য একজন লেখেন, 'খুবই দুঃখজনক'।