দীঘা মোহনায় জালে উঠল ১০০ টন ইলিশ, বিকোচ্ছে জলের দরে

Aug 14, 2018, 11:24 AM IST
1/9

Hilsha9

Hilsha9

দীঘা মোহনায় জালে উঠল ঝাঁক ঝাঁক ইলিশ। ওজনে প্রায় প্রায় ১০০ টন।

2/9

Hilsha8

Hilsha8

এই মরশুমে এর আগে এত ইলিশ ওঠেনি। এবারই সবচেয়ে বেশি।

3/9

Hilsha7

Hilsha7

মত্স্যজীবীরা জানিয়েছেন, অনুকূল আবহাওয়া সঙ্গে দোসর ইলশেগুঁড়ি বৃষ্টি, এই দুয়ের ফলেই প্রচুর পরিমাণে ইলিশ জালে উঠেছে।

4/9

Hilsha6

Hilsha6

মাত্র ৩০০ টাকায় মিলছে প্রায় ৭০০ গ্রামের ইলিশ। ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ দর উঠছে ২৫০ থেকে ৩০০ টাকা।

5/9

Hilsha5

Hilsha5

৫০০ টাকা থেকে সাড়ে ৬০০ টাকাতেই মিলছে ৮০০ গ্রাম থেকে ১ কিলোগ্রামের ইলিশ।

6/9

Hilsha4

Hilsha4

কমপক্ষে ৩০০ ট্রলার ইলিশ ঢুকেছে দিঘা ও শংকরপুরে।

7/9

Hilsha3

Hilsha3

ইলিশবোঝাই হয়ে তীরে ফেরার অপেক্ষায় রয়েছে আরও অনেকগুলি ট্রলার।

8/9

Hilsha2

Hilsha2

প্রচুর পরিমাণে ইলিশ ওঠায়, মাছ জলের দরে বিক্রি হবে বলে জানিয়েছেন মত্স্য ব্যবসায়ীরা।

9/9

Hilsha1

Hilsha1

মত্স্য ব্যবসায়ীরা জানিয়েছেন, শিগগিরই রাজ্যের বিভিন্ন বাজারে এই ইলিশ মাছ পৌঁছে যাবে। ফলে সহজেই মানুষ সস্তায় ইলিশ কিনতে পারবেন।