এটিএম-এ আর জালিয়াতি করা যাবে না, বসছে উন্নত মেশিন

Aug 13, 2018, 23:05 PM IST
1/9

9

দুশ্চিন্তার আর কোনও কারণ নেই। এবার থেকে নিরাপদেই এটিএম পরিষেবা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

2/9

8

সাম্প্রতিক সময়ে স্কিমিং পদ্ধতি ব্যবহার করে যেভাবে উপভোক্তাদের অ্যাকাউন্ট খালি করেছে জালিয়াতরা, এবার সেটা আর করা যাবে না। ক্লোনিং বা স্কিমিং-এর মাধ্যমে যাতে আর কোনও উপভোক্তার লোকসান না হয়, সেই ব্যবস্থাই নিচ্ছে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলো।

3/9

7

এটিএম-এ বসতে চলেছে অ্যান্টি স্কিমিং মেশিন। যার মাধ্যমে আর্থিক লেনদেনে আর কোনও ঝুঁকিই থাকবে না উপভোক্তাদের।

4/9

6

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশে এটিএম-এ অ্যান্টি স্কিমিং মেশিন বসাতে চলেছে এসবিআই, এইচডিএফসি, ইউবিআই-র মতো ব্যাঙ্কগুলো।

5/9

5

বিশেষ করে কলকাতার নাগরিকদের জন্য সুখবর এটাই, পুজোর আগেই শহরের ১১ হাজারেরও বেশি এটিএম-এ অ্যান্টি স্কিমিং মেশিন বসানোর কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা যাচ্ছে। 

6/9

4

শহরের ৪০ শতাংশ এটিএম-এ ইতিমধ্যেই এই মেশিন লাগানো রয়েছে।

7/9

3

এইচডিএফসি ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, তাঁদের ৯০ শতাংশ এটিএম-এ এই ব্যবস্থা রয়েছে।

8/9

2

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ক্ষেত্রে সংখ্যাটা অনেকটাই কম হলেও এখনও পর্যন্ত শহরের ৫০ শতাংশ এটিএম-এ অ্যান্টি স্কিমিং মেশিনের বন্দোবস্ত করতে পেরেছে তাঁরা।

9/9

1

প্রসঙ্গত, শহরের সব এটিএম-এ অ্যান্টি স্কিমিং মেশিন বসানোর নির্দেশ দিয়েছে আরবিআই। এবং এই কাজ সম্পন্ন করতে হবে ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে।