1/5
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
গত মরশুমে সেই ভাবে ইলিশ না পাওয়ায় গভীর সমুদ্রে পাড়ি দেয়নি ট্রলারগুলি। কিন্তু এবছর আশায় বুক বেঁধেছেন তারা। মৌসুম ভালো হলে জালে উঠবে রূপালী শস্য ইলিশ। আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুঙ্গে। কাকদ্বীপ নামখানা পাথরপ্রতিমা গঙ্গাসাগর-সহ ডায়মন্ড হারবারে এই ট্রলারের ওপরই নির্ভরশীল শত শত মৎস্যজীবীর পরিবার। মহাজনের কাছে ঋণ নিয়ে রেখেছে মৎস্যজীবীরা,জালে ইলিশ ধরা দিলে সেই ঋণ শোধ দিয়ে হাসি ফুটবে পরিবারের মুখে। আর তাই আশায় বুক বেঁধে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছে মৎস্যজীবীরা। ইলিশ উঠলে দাম কত হবে তা এখনই বলতে পারছেন না মত্সজীবীরা। -তথ্য-নকীব উদ্দিন গাজী
photos