Hilsa in Bengal: বাজারে আসছে বাঙলির সাধের ইলিশ, সাজসাজ রব সাগরে

Jun 11, 2023, 13:30 PM IST
1/5

বর্ষা দোরগোড়ায়। এই প্রবল গরম থেকে বাঁচতে মনেপ্রাণে বৃষ্টির প্রার্থনা করছেন বাংলার মানুষজন।  পঞ্চায়েত ভোটও  সামনের মাসে।  আর এর মধ্যেই কিছু দিনের মধ্য়ে বাঙালির পাতে পড়বে ইলিশ। -তথ্য-নকীব উদ্দিন গাজী

2/5

আপাতত ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী ১৪ জুন। তার পরেই ইলিশের সন্ধানে সমুদ্রে পাড়ি দেবেন মত্সজীবীরা।  -তথ্য-নকীব উদ্দিন গাজী

3/5

দুমাস মাছ ধরা বন্ধ থাকার পর ফের ডাক আসেছে জলের। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডায়মন্ডহারবারের মত্সজীবীরা। ট্রলারে রং করা, তেল ভরা, বরউ মজুত করার মতো কাজ সেরে নিচ্ছেন মত্সজীবীরা। জালের বাঁধন যাতে আলগা না হয়ে যায় তা নিশ্চিত করছেন তাঁরা।  -তথ্য-নকীব উদ্দিন গাজী

4/5

ডায়মন্ডহারবারের এফবি মহামায়া, এফবি দুর্গা-য় চলছে পুজো দেওয়ার পালা। সাগর, ডায়মন্ডহারবার-সহ সন্নিহিত বিভিন্ন এলাকায় ১৫০০ ট্রলার রয়েছে। তাদের মধ্যে এখন সাজসাজ রব। -তথ্য-নকীব উদ্দিন গাজী  

5/5

গত মরশুমে সেই ভাবে ইলিশ না পাওয়ায় গভীর সমুদ্রে পাড়ি দেয়নি ট্রলারগুলি। কিন্তু এবছর আশায় বুক বেঁধেছেন তারা। মৌসুম ভালো হলে জালে উঠবে রূপালী শস্য ইলিশ। আর তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তুঙ্গে। কাকদ্বীপ নামখানা পাথরপ্রতিমা গঙ্গাসাগর-সহ ডায়মন্ড হারবারে এই ট্রলারের ওপরই নির্ভরশীল শত শত মৎস্যজীবীর পরিবার। মহাজনের কাছে ঋণ নিয়ে রেখেছে মৎস্যজীবীরা,জালে ইলিশ ধরা দিলে সেই ঋণ শোধ দিয়ে হাসি ফুটবে পরিবারের মুখে। আর তাই আশায় বুক বেঁধে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নিচ্ছে মৎস্যজীবীরা। ইলিশ উঠলে দাম কত হবে তা এখনই বলতে পারছেন না মত্সজীবীরা। -তথ্য-নকীব উদ্দিন গাজী