Panchayat Election 2023: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাদের সঙ্গে থাকবে আদিবাসী কুড়মি সমাজের সমর্থন?
Purulia: জঙ্গলমহল পুরুলিয়ায় কুড়মি সমাজের ভোট একটা বড়ো ফ্যাক্টর। তবে পঞ্চায়েত নির্বাচনের এই আবহে ভোটের আগে আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দল বয়কটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছেন শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক দলগুলিই।
মনোরঞ্জন মিশ্র: পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্য জুড়ে। শুরু হয়েছে মনোনয়ন প্রক্রিয়াও। ভোট দান শুধু সময়ের অপেক্ষা। তবে পঞ্চায়েত নির্বাচনের এই আবহে ভোটের আগে আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দল বয়কটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছেন শাসক ও বিরোধী উভয় রাজনৈতিক দলগুলিই।
1/6
পুরুলিয়ায় প্রায় ২৩ শতাংশ ভোটার কুড়মি
2/6
ভোট-বয়কটের বিষয় নয়
photos
TRENDING NOW
3/6
চার জেলার কুড়মি নেতাদের সঙ্গে ২৪ ঘণ্টার বৈঠক
4/6
আদিবাসী কুড়মি সমাজ
5/6
দেওয়ালে না
6/6
তৃণমূলকে বয়কট
এই ঘটনায় একদিকে শাসকদল তৃণমূলের দাবি, তৃণমূলকে বয়কটের প্রভাব পড়বে না নির্বাচনে। কারণ, কুড়মি সম্প্রদায়ের অনেক নেতাই তাদের সঙ্গে রয়েছেন। অন্য দিকে, বিজেপি নেতৃত্বের দাবি, আদিবাসী কুড়মি সমাজ কুড়মিদের একটি সংগঠন। তাই সংগঠনের সিদ্ধান্ত কখনও পুরো সমাজের সিদ্ধান্ত হতে পারে না। কুড়মি সমাজ এবং আদিবাসী সমাজ তাদের সঙ্গে রয়েছে।
photos