প্রিয়িয়াম সেগমেন্টে বাজার কাঁপাতে Xtreme 200R লঞ্চ করল হিরো, দেখে নিন ফিচারস

Jan 31, 2018, 11:44 AM IST
1/4

মঙ্গলবার প্রিমিয়াম এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন মোটরসাইকেল লঞ্চ করল হিরো মোটো কর্প। হিরো এক্সট্রিম ২০০আর (Hero Xtreme 200R) নামে এই মোটরসাইকেলের নকসা তৈরি হয়েছে দেশেই। ২০১৬ দিল্লি অটো এক্সপোয় মোটরসাইকেলটির কনসেপ্ট প্রকাশ করেছিল হিরো। 

2/4

মোটরবাইকটিতে রয়েছে ২০০ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ারকুলড ইঞ্জিন। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন থেকে মিলবে সর্বোচ্চ ১৮.৪ হর্সপাওয়ার শক্তি ও ১৭.১ নিউটর মিটার টর্ক। 

3/4

হিরোর দাবি, মাত্র ৪.৬ সেকেন্ডে ০ থেকে ৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে এক্সট্রিম ২০০আর। প্রতি লিটার পেট্রোলে ৩৯.২৯ কিলোমিটার ছুটতে পারে মোটরসাইকেলটি। বাইকটির দুই চাকাতেই রয়েছে ডিস ব্রেক।

4/4

নিজের সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় বেশ নজরকাড়া এক্সট্রিম ২০০আর। এই সেগমেন্টের যাবতীয় বৈশিষ্ট রয়েছে বাইকটিতে। রয়েছে বিশাল ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশন। তার ওপরে বিশাল গ্রাফিক্সে লেখা বাইকটির ব্র্যান্ডিং। বাইকটির সামনে বিশাল হেডল্যাম্প লাগিয়েছে হিরো। তবে হেডল্যাম্পে এলইডি বাল্বের বদলে রয়েছে সাধারণ বাল্বই। তবে মোটরসাইকেলটির টেইল ল্যাম্প-সহ অন্য সমস্ত জায়গায় ব্যবহৃত হয়েছে এলইডি লাইট। নতুন এই বাইকের দাম এখনো জানায়নি হিরো।