কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

Mar 27, 2018, 14:27 PM IST
1/9

whatsapp 9

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার আর শুধু চ্যাটিং নয়, করা যাবে টাকা পয়সা আদান প্রদানও। চলতি মাসের শুরুতেই শোনা গিয়েছিল এমন খবর। 

2/9

whatsapp 8

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

জানা যায়,  অ্যানড্রয়েড এবং আইওএস উভয় ব্যবস্থাতেই UPI ID ব্যবহার করে আর্থিক লেনদেন করতে পারবেন।

3/9

whatsapp 7

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

যদিও পরে শোনা যায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেন এখনই সম্ভব নয়।

4/9

whatsapp 6

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

তবে সম্প্রতি জানা যাচ্ছে, অ্যাপের মাধ্যমে আপনি একটি QR কোড স্ক্যান করে আর্থিক লেনদেন করতে পারবেন।

5/9

whatsapp 5

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

কীভাবে করবেন? জেনে নিন-

6/9

whatsapp 4

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে ইতিমধ্যেই QR কোড স্ক্যান করার ফিচারটি পাওয়া যাচ্ছে।

7/9

whatsapp 3

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যাঁরা বেটা ভার্সন ব্যবহার করেন, তাঁরা প্রথমে সেটিংসে যান- তারপর পেমেন্ট- তারপর নিউ পেমেন্ট- এবার স্ক্যান QR কোডে ট্যাপ করুন।

8/9

whatsapp 2

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

স্ক্যান হয়ে গেলেই একটি UPI PIN ভেরিফিকেশন হবে।

9/9

whatsapp 1

কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা-পয়সা লেনদেন করবেন? জেনে নিন

ব্যস, তাহলেই আপনার পেমেন্টের প্রক্রিয়া শেষ হবে।