ভারতে এখন আক্রান্তের চেয়ে করোনামুক্ত ২.৯৬ লক্ষ বেশি: স্বাস্থ্যমন্ত্রক
Jul 18, 2020, 23:03 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: ভারতে কোভিড আক্রান্ত বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে এর মধ্যেই খুশির খবর, আক্রান্তের চেয়ে করোনামুক্তের সংখ্যা বেশি।
2/5
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, ভারতে করোনামুক্তের সংখ্যা ৬,৫৩,৭৫০। আর বর্তমানে করোনায় চিকিৎসা চলছে ৩,৫৮,৬৯২ জনের। ফলে আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি ২,৯৫,০৫৮।
photos
TRENDING NOW
3/5
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৭,৯৯৪ জন। সুস্থতার হার ৬৩%।
4/5
স্বাস্থ্যমন্ত্রকের দাবি, যথার্থ সময়ে কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তা সঠিকভাবে রূপায়িত করেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। এর ফলে কোভিড আক্রান্তের সংখ্যা এখনও নিয়ন্ত্রণে রয়েছে।
5/5
এর পাশাপাশি বাড়িয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। এখনও পর্যন্ত ১ কোটি ২৪ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে শুক্রবারে সংগ্রহ করা হয়েছে ৩,৬১,০২৪ জনের নমুনা।